new born baby

Body of New born: স্বরূপগঞ্জে জোড়া সদ্যোজাত শিশুর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, জলঙ্গি নদী দিয়ে ভেসে আসতে পারে ওই দু’টি দেহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

স্বরূপগঞ্জ শেষ আপডেট: ১৮ জুলাই ২০২১ ২৩:৫৩
Share:

নিজস্ব চিত্র।

জোড়া সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার হল স্বরুপগঞ্জ বাস স্ট্যান্ড লাগোয়া পালপাড়ায়। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, জলঙ্গি নদী দিয়ে ভেসে আসতে পারে ওই দু’টি দেহ। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ছ’টা নাগাদ গঙ্গায় স্নান করতে এসে ওই জোড়া সদ্যোজাত শিশুর মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গেই এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

তার পরই খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে ওই দু’টি দেহ উদ্ধার করে মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। পরে দুপুরে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয় দেহ দু’টি। সব দিক খতিয়ে দেখেই তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন