Road Accident

খড়গ্রামে পথদুর্ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য স্থানীয় সাংসদের

শুক্রবার দুপুরে মৃতদের বাড়িতে গিয়েছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান ও খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২১ ১৬:৫৭
Share:

মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত ভালকুন্দি গ্রামে চায়ের দোকানে এসে ধাক্কা মারে একটি ডাম্পার। সেই ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। শুক্রবার দুপুরে মৃতদের বাড়িতে গিয়েছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান ও খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তাঁদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ওই ২ জনপ্রতিনিধি।

Advertisement

মৃতদের পরিবারের লোকের হাতে ২৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য করেন জঙ্গিপুরের সাংসদ। আহতদের ১৫ হাজার টাকা করে দিয়েছেন তিনি। ঘাতক ডাম্পারটির মালিকও মৃতদের পরিবারের হাতে ২০ হাজার করে টাকা এবং আহতদের ১০ হাজার টাকা করে দিয়েছেন।

দুর্ঘটনায় মৃতরা হলেন প্রকাশ মার্জিত (২৯), উজ্জ্বল শেখ (১৮), আলামিন শেখ (৬৫) এবং হেপাজুল শেখ (৬৫)। ময়নাতদন্তের পর তাঁদের দেহ পরিবারের লোকের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement