আন্দোলনের জেরে বন্ধ কলেজে ভর্তি

সাধারণ শ্রেণিভুক্ত পড়ুয়াদের আন্দোলনের জেরে শুক্রবার কালীগঞ্জের পলাশি কলেজের ভর্তি প্রক্রিয়া থমকে গেল। ওই কলেজের স্নাতক সাধারণ বিভাগে ভর্তি ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে দিনকয়েক আগে। বৃহস্পতিবার সাধারণ শ্রেণিভুক্ত পড়ুয়াদের সমস্ত আসন পূর্ণ হয়ে যায়। এমনটাই জানা গিয়েছে কলেজ সূত্রে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কৃষ্ণনগর শেষ আপডেট: ২৫ জুন ২০১৬ ০৭:১৫
Share:

সাধারণ শ্রেণিভুক্ত পড়ুয়াদের আন্দোলনের জেরে শুক্রবার কালীগঞ্জের পলাশি কলেজের ভর্তি প্রক্রিয়া থমকে গেল। ওই কলেজের স্নাতক সাধারণ বিভাগে ভর্তি ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে দিনকয়েক আগে। বৃহস্পতিবার সাধারণ শ্রেণিভুক্ত পড়ুয়াদের সমস্ত আসন পূর্ণ হয়ে যায়। এমনটাই জানা গিয়েছে কলেজ সূত্রে।

Advertisement

এ দিন ছিল সংরক্ষিত শ্রেণিভুক্ত (তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর) পড়ুয়াদের ভর্তি। কিন্তু শুরুতেই বিপত্তি বাঁধে। এ দিন সাধারণ শ্রেণিভুক্ত পড়ুয়ারা দাবি করেন, তাঁদের ৫০০ জন এখনও ভর্তির সুযোগ পাননি। আগে ওই পড়ুয়াদের ভর্তি করাতে হবে। না হলে ভর্তি প্রক্রিয়া ভেস্তে যাবে। এই দাহি তুলে তাঁরা কলেজের মূল ভবনের গেট ঘেরাও করে আন্দোলন শুরু করেন। এ দিন যে সব ছাত্রছাত্রীরা ভর্তি হতে এসেছিলেন, তাঁদের আন্দোলনকারী ছাত্রছাত্রীরা কলেজে ঢুকতে দেননি। যার ফলে এ দিন ওই পড়ুয়ারা ভর্তি হতে না পেরে বাড়ি ফিরেছেন। ঘটনার কথা জানতে পেরে কালীগঞ্জ থানার পুলিশ আসে কলেজে। পুলিশও আন্দোলন তুলতে পারেনি। সন্ধ্যা পর্যন্ত আন্দোলন চলে।

অভিযোগ, এই আন্দোলনে মদত দিচ্ছে তৃণমূল ছাত্র-পরিষদ রয়েছে। যদিও তৃণমূল ছাত্র-পরিষদের কালীগঞ্জ ব্লকের সভাপতি কাজল শেখের দাবি, “সাধারণ শ্রেণিভুক্ত পড়ুয়াদের দাবি ন্যায্য। আমরাও চাই তাঁদের ভর্তি ব্যবস্থা করা হোক। তবে আমরা আন্দোলনকে সমর্থন করিনি।”

Advertisement

কলেজের অধ্যক্ষ প্রবীর কুমার বৈদ্য জানান, কলেজে বিএ সাধারণ সাধারণ বিভাগে শ্রেণিভুক্ত পড়ুয়াদের জন্য ৭০২টি আসন রয়েছে। বৃহস্পতিবার তা পূরণ হয়ে গিয়েছে। এ দিন তপশিলি জাতিভুক্ত পড়ুয়াদের ভর্তির দিন ছিল। কিন্তু আন্দোলনের জেরে তা হয়নি। ভর্তি হতে আসা কিছু ছাত্রীকে হুমকি দেওয়া হয়েছে বলে তাঁর কাছে অভিযোগ করা হয়েছে। আগামী মঙ্গলবার পুনরায় ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন