মাটি চাপা পড়ে মৃত শিশু

লুকোচুরি খেলতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হল এক শিশুর। জখম আরও দুই শিশু। শনিবার সকালে কৃষ্ণনগর শহরের ৩ নম্বর ওয়ার্ডের সন্ধ্যা নতুনপাড়া এলাকার ঘটনা। মৃতের নাম সজল মণ্ডল (১০)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০১৬ ০১:৩২
Share:

লুকোচুরি খেলতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হল এক শিশুর। জখম আরও দুই শিশু। শনিবার সকালে কৃষ্ণনগর শহরের ৩ নম্বর ওয়ার্ডের সন্ধ্যা নতুনপাড়া এলাকার ঘটনা। মৃতের নাম সজল মণ্ডল (১০)। সে ঘূর্ণি হাইস্কলে ষষ্ঠ শ্রেণিতে পড়ত। জখম অবস্থায় তাকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যাপাড়ায় বছর পনেরো আগে ইটভাটা বন্ধ করে মাটি সমতল করা হয়েছিল। ইটভাটার সমতল জমির পাশে একটি বড় পুকুর রয়েছে। সেই পুকুর পাড়ের নীচের দিকে ছোট গর্ত নজরে আসতেই এলাকার কিছু শিশু উৎসাহিত হয়ে সেই গর্তের মুখ থেকে মাটি সরিয়ে সুড়ঙ্গের মতো বানিয়ে ফেলে। তারপর থেকে সেখানে তারা লুকোচুরি খেলত। এ দিন খেলার সময় বাবন মণ্ডল, কাজল মণ্ডল ও সজল মণ্ডল গর্তের ভেতরে ঢুকেছিল। ভেতরে ঢোকার সময় ওপর থেকে মাটি ধ্বসে পড়ে। স্থানীয় বাসিন্দা অমল মণ্ডল জানান, ঘটনার আধ ঘণ্টার মধ্যে বাবন ও কাজলকে মাটি খুঁড়ে বের করা গেলেও সজলকে বের করতে প্রায় এক ঘণ্টা লেগে যায়। ততক্ষণে নেতিয়ে পড়ে সজল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে
ঘোষণা করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement