POCSO Case

নাবালিকাকে অপহরণ-ধর্ষণ মামলা: ১১ বছর পর অভিযুক্তদের দোষী সাব্যস্ত, ১০ বছর কারাদণ্ডের নির্দেশ

সমস্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে বুধবার কৃষ্ণনগর বিশেষ পকসো আদালতের বিচারক অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেন। বৃহস্পতিবার সাজা শোনালেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মে ২০২৫ ১৬:১৮
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

নাবালিকাকে ধর্ষণের মামলায় ছয় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা শোনাল কৃষ্ণনগরের বিশেষ পকসো আদালত। অভিযুক্তদের দশ বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন তিনি। যদি কোনও অপরাধী জরিমানা দিতে না পারেন, তবে তাঁদের অতিরিক্ত ছয় মাস কারাবাস করতে হবে বলেও জানান বিচারক।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ২০১৪ সালের। ৩০ জুলাই রাতে কাকিমার সঙ্গে তাঁর বাড়িতেই শুয়েছিল নির্যাতিতা। রাত সাড়ে ১২টা নাগাদ ঘুম ভেঙে যাওয়ায়, উঠে একাই ঘরের বাইরে আসে সে। অভিযোগ, সেই সময় কয়েক জন প্রতিবেশী নাবালিকাকে অপহরণ করে স্থানীয় পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনার তিন দিন পর অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা। কী হয়েছে, চিন্তায় পড়ে যায় পরিবার। তখন ওই নাবালিকা গোটা ঘটনা জানায়। সেই ভিত্তিতেই থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে নাবালিকার পরিবার। পুলিশ নির্যাতিতার বয়ান এবং তার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করে।

সমস্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে বুধবার কৃষ্ণনগর বিশেষ পকসো আদালতের বিচারক অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেন। বৃহস্পতিবার সাজা শোনালেন তিনি। সরকারি আইনজীবী রাজা দুবে বলেন, ‘‘অপহরণ এবং ধর্ষণের অভিযোগে মামলা শুরু হয়। সাক্ষ্যপ্রমাণ ও যাবতীয় তথ্য অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ করে। মূল অভিযুক্ত-সহ প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement