বাম হয় তৃণমূলে,নয় সঙ্গী বিজেপি

পঞ্চায়েতে বোর্ড গড়তে গিয়ে তাদের বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধলো সিপিএম।

Advertisement

দেবাশিস বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৮ ০৩:৩১
Share:

মাজদিয়ায় জয়ী তৃণমূল।বুধাবর। নিজস্ব চিত্র

কে প্রধান হবেন, তা নিয়ে দ্বন্দ্বের জেরে জেতা পঞ্চায়েত তৃণমূলের কাছে খুইয়েছে সিপিএম। পরের দিনই আর এক পঞ্চায়েতে বোর্ড গড়তে গিয়ে তাদের বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধতে হল।

Advertisement

নবদ্বীপের ফকিরডাঙা-ঘোলাপাড়া গ্রাম পঞ্চায়েত সিপিএমের বরাবরের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। তৃণমূলের এই ভরা বাজারেও সেখানে আটটির মধ্যে পাঁচটি আসনে জিতেছিল তারা। তৃণমূল পায় বাকি তিনটি। কিন্তু কে প্রধান হবেন, তা নিয়ে একমত হতে পারলেন সিপিএম সদস্যেরা। উল্টে তা নিয়ে কাজিয়ার জেরে বোর্ড গড়ার দিন সকালেই পাঁচ সিপিএম সদস্য তৃণমূলে যোগ দেন। ওই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আকবর আলি মণ্ডল বেশ কিছু কর্মী নিয়ে কিছু দিন আগেই তৃণমূলে যোগ দিয়েছেন। এ বার প্রধান হলেন সদ্য দল বদলে তৃণমূলে আসা তৈয়ব আলি শেখ। উপপ্রধান হয়েছেন মেহেরুন্নিসা বিবি।

বুধবার দুপুরে নবদ্বীপ ব্লকেরই মাজদিয়া-পানশিলা পঞ্চায়েতে যৌথ ভাবে বোর্ড গড়েছে বিজেপি এবং সিপিএম। সেখানে ১৯টি আসনের মধ্যে তৃণমূল ন’টি, বিজেপি ছ’টি, সিপিএম ও নির্দল প্রার্থীরা দু’টি করে আসনে জয়লাভ করে। তার পর থেকেই ওই পঞ্চায়েতের বোর্ড গঠনের জন্য উঠে পড়ে লাগে বিরোধীরা। সংখ্যাগরিষ্ঠতার দোরগোড়ায় থেকেও তৃণমূল নিজের কোলে ঝোল টানতে পারেনি। প্রধান নির্বাচিত হয়েছেন সিপিএম সমর্থিত নির্দল প্রার্থী পবিত্রা নন্দী সিংহ, উপপ্রধান হয়েছেন বিজেপির মদন মোহন দফাদার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement