খুনে যাবজ্জীবন

বধূ হত্যার দায়ে মা ও ছেলের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিল আদালত। মঙ্গলবার লালবাগ আদালতের অতিরিক্ত দায়রা বিচারক কল্লোল চট্টোপাধ্যায় ওই সাজা ঘোষণা করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৫ ০০:২৬
Share:

বধূ হত্যার দায়ে মা ও ছেলের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিল আদালত। মঙ্গলবার লালবাগ আদালতের অতিরিক্ত দায়রা বিচারক কল্লোল চট্টোপাধ্যায় ওই সাজা ঘোষণা করেন। সাজাপ্রাপ্তদের নাম মিঠুন মণ্ডল ও তার মা মায়ারানি মণ্ডল। ওই মামলায় আরও এক অভিযুক্ত মিঠুনের বাবা শ্যামল মণ্ডল বিচারপর্ব চলাকালীন মারা গিয়েছেন। তিনজনেরই বাড়ি আজিমগঞ্জ লোকো কলোনি পাড়ায়। সরকার পক্ষের আইনজীবী মহম্মদ নকিবুদ্দিন বলেন, ‘‘২০০৬ সাল নাগাদ মিঠুনের সঙ্গে বিয়ে হয় দিপালি মণ্ডল নামের এক তরুণীর। বিয়ের পর থেকে স্বামী, শাশুড়ি ও শ্বশুর মিলে তাঁকে মারধর করত। অবশেষে ২০০৯ সালের ৩ জুন তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন