Aadhar card

আধার কার্ড সংশোধন করাতে দুয়ারে সরকারে লাইন

রবিবার তেহট্ট পঞ্চায়েতের অধীনে অনুষ্ঠিত দুয়ারে সরকার ক্যাম্পে লাইনে দাঁড়ালেন অনেক সাধারণ মানুষ, যাঁরা আধার কার্ড সংশোধনে আগ্রহী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০ ০২:২৫
Share:

প্রতীকী ছবি।

করোনা অতিমারি পরিস্থিতিতে এলাকার একাধিক ব্যাঙ্কে বন্ধ আধার কার্ড সংশোধনের কাজ। কিন্তু এখনও মানুষ সেই কার্ড সংশোধন নিয়ে আশঙ্কার মধ্যে রয়েছেন। সেই আশঙ্কা থেকেই রবিবার তেহট্ট পঞ্চায়েতের অধীনে অনুষ্ঠিত দুয়ারে সরকার ক্যাম্পে লাইনে দাঁড়ালেন অনেক সাধারণ মানুষ, যাঁরা আধার কার্ড সংশোধনে আগ্রহী। অবশ্য আধার কার্ড সংশোধনের কাজ সেখানে হবে না জানার পর হতাশ হয়ে ফিরতে হয়েছে তাঁদের।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের শুরুর দিকে আধার কার্ড সংশোধনের জন্য তেহট্টের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে রাত থেকেই লাইন পড়েছিল হাজার হাজার মানুষের। কিন্তু লকডাউনের কারণে এখনও পর্যন্ত বন্ধ আছে সেই সংশোধনের কাজ। কার্ড সংশোধন করতে চান এমন এক ব্যক্তি জানান, নাগরিকত্ব আইন পাস হওয়ার পর থেকেই মানুষের মধ্যে বিভিন্ন সরকারি নথিপত্রের ভুল সংশোধনের প্রচেষ্টা চলছে। বিভিন্ন সরকারি কাজে সঠিক ভাবে কাজ করতে ভুলগুলো সংশোধন অনেক জরুরি।

তেহট্টের বাসিন্দা সাথী হালদার বলেন, ‘‘দুয়ারে সরকার যে ক্যাম্প হচ্ছে, সেখানে আধার কার্ড সংশোধন হতে পারে বলে জানতে পেরেছিলাম। তাই রবিবার সকালে লাইনে দাঁড়াই। অবশ্য সেখানে সংশোধনের কাজ হবে না জানতে পেরে চলে আসতে হয়।’’

Advertisement

তেহট্টের আধার কার্ড সেবা কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছেন, আপাতত সরকারি ভাবে কোনও নির্দেশ আসেনি সংশোধনের জন্য। কাজেই ব্যাঙ্কগুলিতে সংশোধনের কাজ বন্ধ। নির্দেশিকা আসলে আবার কাজ শুরু করা হবে। তেহট্ট ১ বিডিও অচ্যুতানন্দ পাঠক বলেন, ‘‘আধার কার্ড সংশোধনের বিষয়ে সরকারি ভাবে কোনও নির্দেশিকা এখনও পর্যন্ত আসেনি। আসলে অবশ্যই সাধারণ মানুষকে সাহায্য করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement