Death Case

ঋণের বোঝা!বাড়ির দলিল কেড়ে নিয়ে গালিগালাজ মহাজনের, আত্মঘাতী নাকাশিপাড়ার যুবক

পরিবার সূত্রে জানা গিয়েছে, সংসারে অনটনের কারণে কিছু দিন আগে এলাকার কয়েকজন মহাজনের থেকে চড়া সুদে টাকা ধার নিয়েছিলেন। তেমন কাজ না থাকায় সময় মতো সুদের টাকা দিতে পারছিলেন না যুবক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ২৩:২৩
Share:

—প্রতীকী চিত্র।

সংসারের অনটন! পরিবার সূত্রে জানা গিয়েছে, এলাকার মহাজনের থেকে চড়া সুদে টাকা ধার নিয়েছিলেন যুবক। অভিযোগ, সেই টাকা সময় মতো দিতে পারায় বাড়ির দলিল ছিনিয়ে নেন মহাজন। যুবককে মারধর, অশ্লীল ভাষায় গালিগালাজও করা হয় বলেও অভিযোগ। পরিবার ও গ্রামবাসীর সামনে এই অপমান মেনে নিতে না পেরে মঙ্গলবার আত্মঘাতী বাপন দাস নামে ওই যুবক। নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার ঘটনা।

Advertisement

মৃত বাপনের বয়স ৩৫ বছর। তিনি নাকাশিপাড়া থানার বহিরগাছি গ্রামের বাসিন্দা। পেশায় কাঠমিস্ত্রি। পরিবার সূত্রে জানা গিয়েছে, সংসারে অনটনের কারণে কিছু দিন আগে এলাকার কয়েকজন মহাজনের থেকে চড়া সুদে টাকা ধার নিয়েছিলেন। তেমন কাজ না থাকায় সময় মতো সুদের টাকা দিতে পারছিলেন না যুবক। অভিযোগ, টাকা দিতে না পারায় বাড়িতে এসে লাগাতার হুমকি দিচ্ছিলেন মহাজন।

অভিযোগ, মঙ্গলবারও মহাজন বাপনের বাড়িতে এসে চড়াও হন। গালিগালাজ করেন। এর পরেই বাপনকে মারধর করে বাড়ির দলিল ছিনিয়ে নেন বলে অভিযোগ পরিবারের। এর পরেই চরম পদক্ষেপ করেন যুবক। ঘটনার পর থেকে অভিযুক্তেরা পলাতক।

Advertisement

মৃত বাপনের বাপনের আত্মীয় প্রদীপ দাস বলেন, “কয়েক মাস আগে গ্রামের এক মহাজনের থেকে ১০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু সেই মহাজন দাবি করতে থাকেন, তিনি ১ লক্ষ টাকা পাবেন। আরও এক জনের থেকে ৫০ হাজার টাকা ধার নিয়েছিল বাপন। কিন্তু মহাজন দাবি করতে থাকেন তিন লক্ষ টাকা পাবেন তিনি। দু’জনই মঙ্গলবার সকালে বাড়িতে এসে টাকা দাবি করতে থাকেন। এই অপমান সইতে না পেরে ও আত্মহত্যা করেছে।” বাপনের বৃদ্ধ বাবা বিশ্বজিৎ দাস বলেন, “ওরা গালাগালি করে বাড়ির দলিল কেড়ে নিয়ে যায়। এই অপমান সইতে না পেরে ছেলে আত্মহত্যা করল। ছেলেকে ফিরে পাব না, এদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।” পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement