Nadia

স্ত্রীর মান ভাঙাতে গিয়ে ‘অপমানিত’, রানাঘাটে শ্বশুরবাড়ির সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

সমুদ্রগড় এলাকার বাসিন্দা ওই যুবকের স্ত্রী বেশ কিছু দিন আগে ঝগড়া করে রানাঘাটের তালপুকুর পাড়া এলাকায় বাপের বাড়ি চলে গিয়েছিলেন। স্বামী একাধিক বার তাঁকে বাড়ি ফেরানোর চেষ্টা করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১৭:০১
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

সাংসারিক অশান্তির জেরে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে গিয়েছিলেন বধূ। স্ত্রীর মান ভাঙিয়ে তাঁকে বাড়ি ফেরাতে শ্বশুরবাড়ি যান স্বামী। কিন্তু শ্বশুরবাড়ির সামনে রাস্তায় কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন যুবক। অভিযোগ, শ্বশুরবাড়িতে অপমানিত হয়ে কাণ্ড ঘটিয়েছেন যুবক। সোমবার ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট সড়ক পাড়া এলাকায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, সমুদ্রগড় এলাকার বাসিন্দা ওই যুবকের স্ত্রী বেশ কিছু দিন আগে ঝগড়া করে রানাঘাটের সড়ক পাড়া এলাকায় বাপের বাড়ি চলে গিয়েছিলেন। স্বামী একাধিক বার তাঁকে বাড়ি ফেরানোর চেষ্টা করেন। কিন্তু স্ত্রী আর বাড়ি ফিরতে রাজি হননি।

শ্বশুরবাড়ির লোকজনও জামাইকে জানিয়ে দেন মেয়েকে তাঁরা তাঁদের কাছে রাখবেন। তার পরেও সোমবার সকালে স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে রানাঘাটে যান যুবক। যদিও স্ত্রী আর স্বামীর সঙ্গে দেখা করতে রাজি হননি। এমনকি, জামাইকে অপমান করে বাড়ি থেকে বার করে দেন শ্বশুরবাড়ির লোকজন। জানা যাচ্ছে, তার পরে কাছের একটি দোকান থেকে কীটনাশক কিনে শ্বশুরবাড়ির অনতিদূরে দাঁড়িয়ে খেয়ে ফেলেন যুবক। স্থানীয়েরা সেটা দেখতে পেয়ে রানাঘাট থানায় খবর দেন।

Advertisement

পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে রানাঘাট হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন তিনি। পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় যুবক জানিয়েছেন, তাঁর বাবা-মায়ের সঙ্গে থাকতে রাজি হননি স্ত্রী। তাই ঘর ভাড়া করে স্বামী-স্ত্রী এক জায়গায় থাকতেন। কিন্তু স্ত্রী কিছু দিন পর বাপের বাড়ি চলে যান। তিনি স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়েছিলেন। শ্বশুরবাড়িতে অপমানিত হয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement