Fraud

নকল সোনার বিস্কুট দেখিয়ে আসল সোনা হাতানোর চেষ্টা! বহরমপুরে আটক যুবক

অভিযোগ, বহরমপুরের রাধারঘাটের এক যুবক নকল সোনার বিস্কুট নিয়ে টোটোয় চাপেন। টোটোতে থাকা মহিলা সহযাত্রীকে তিনি জানান, তাঁর কাছে একটি সোনার বিস্কুট রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ২৩:০৫
Share:

নকল সোনার বিস্কুট দেখিয়ে গয়না হাতানোর চেষ্টা যুবকের। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

নকল সোনার বিস্কুটের বিনিময়ে প্রলোভন দেখিয়ে আসল সোনার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বহরমপুরে। অভিযুক্তকে পাকড়াও করেন স্থানীয় লোকজন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Advertisement

অভিযোগ, বহরমপুরের রাধারঘাটের এক যুবক নকল সোনার বিস্কুট নিয়ে টোটোয় চাপেন। টোটোতে থাকা মহিলা সহযাত্রীকে তিনি জানান, তাঁর কাছে একটি সোনার বিস্কুট রয়েছে। যুবক মহিলাকে বলেন, তাঁর গায়ের গয়নাগুলি দিয়ে দিলে তাঁকে ওই সোনার বিস্কুট তিনি দেবেন। অভিযুক্ত দাবি করেন, ঘরে তাঁর পুত্র অসুস্থ। চিকিৎসার জন্য টাকার দরকার। তাঁর কাছে থাকা সোনার বিস্কুট তিনি কোথায় বিক্রি করবেন জানেন না। সে কারণ বদলে নিতে চান।

বিষয়টি আঁচ করে স্থানীয় কয়েক জনকে জানান ওই মহিলা। হাতেনাতে যুবককে পাকড়াও করেন স্থানীয় বাসিন্দারা। বহরমপুর পৌরসভার সামনে তাঁকে আটকে রাখা হয়। দেখা যায়, তার কাছে থাকা সোনার বিস্কুট নকল। পরে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement