Taherpur Murder Case

প্রেমের প্রস্তাব ফেরানোয় দশম শ্রেণির ছাত্রীকে হেনস্থা করে খুন! কৃষ্ণনগরকাণ্ডের ছায়া তাহেরপুরে

পুলিশ সূত্রে খবর, রাত ১টা নাগাদ ছাত্রীর বাড়ি থেকে কিছুটা দূরে একটি পরিত্যক্ত গোয়ালঘর থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। রাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন, আগেই মারা গিয়েছে বছর ষোলোর মেয়েটি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২৩
Share:

—প্রতীকী চিত্র।

কৃষ্ণনগরকাণ্ডের ছায়া তাহেরপুরে। আবার ছাত্রী খুনের ঘটনায় শোরগোল। অভিযোগ, প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় দশম শ্রেণির ছাত্রীকে কুপিয়ে খুন করেছেন এক যুবক। ইতিমধ্যে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। স্কুলছাত্রীর দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে।

Advertisement

শুক্রবার সন্ধ্যায় ‘মামার বাড়ি যাচ্ছি’ বলে বাড়ি থেকে বেরিয়েছিল দিতি মণ্ডল (নাম পরিবর্তিত)। সন্ধ্যা তখন ৭টা হবে। কিন্তু তাহেরপুরের শ্যামনগরের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর খোঁজ মিলছিল না তার। গভীর রাতে ‘সন্দেহভাজন এক যুবকের’ বাড়িতে খোঁজ নেয় ছাত্রীর পরিবার। অভিযোগ, ওই যুবকের কথাবার্তায় সন্দেহ হওয়ায় তাহেরপুর থানার পুলিশকে জানায় তারা।

পুলিশ সূত্রে খবর, রাত ১টা নাগাদ ছাত্রীর বাড়ি থেকে কিছুটা দূরে একটি পরিত্যক্ত গোয়ালঘর থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। রাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন, আগেই মারা গিয়েছে বছর ষোলোর মেয়েটি।

Advertisement

এর পর খুনের অভিযোগে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। অভিযোগ, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে মেয়েটিকে খুন করেছে সে। মৃতার পরিবারের অভিযোগ, খুনের আগে যৌন নির্যাতনও করা হয়েছে। অন্য দিকে, পুলিশ প্রাথমিক তদন্তের পর জানতে পেরেছে, আগেও মেয়েটিকে বিরক্ত করার অভিযোগ রয়েছে যুবকের বিরুদ্ধে। এই নিয়ে বছর দুয়েক আগে এক বার দুই পরিবারের অশান্তি হয়। মাসখানেক আগেও একবার নাবালিকাকে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে। বার বার ‘প্রেমের প্রস্তাব’ প্রত্যাখ্যান করায় যুবক এই কাণ্ড ঘটিয়েছেন বলে মনে করা হচ্ছে।

প্রতিবেশীদের একাংশের দাবি, মেয়েটির সঙ্গে একদা ভাল সম্পর্ক ছিল অভিযুক্তের। ঘনিষ্ঠতাও ছিল। কিন্তু সম্প্রতি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় মেয়েটি। এ নিয়ে দু’জনের মধ্যে গন্ডগোল চলছিল। শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরোনোর পর ছাত্রীর পিছু নিয়েছিলেন অভিযুক্ত। সেই সময় বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল গ্রাম। অন্ধকারের সুযোগে কাপড় জাতীয় কিছু দিয়ে নাবালিকার মুখে চাপা দিয়ে তাকে ওই জায়গাটিতে নিয়ে যান অভিযুক্ত। রানাঘাট পুলিশ জেলার সুপার আশিসকুমার মৌর্য বলেন, ‘‘ইতিমধ্যে এক জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। আশা করছি, দ্রুত খুনের কারণ উদ্ঘাটন সম্ভব হবে।’’

কয়েক দিন আগে কৃষ্ণনগরে এক কলেজছাত্রীর বাড়িতে ঢুকে প্রাক্তন প্রেমিক তাঁকে গুলি করে খুন করেন। দেশরাজ-কাণ্ডে শোরগোল পড়ে যায়। বিস্তর কাঠখড় পুড়িয়ে ভিন্‌রাজ্য থেকে অভিযুক্তকে গ্রেফতার করে আনে পুলিশ। তার মধ্যে আবার ওই রকম একটি ঘটনায় শোরগোল নদিয়ার তাহেরপুরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement