Marijuana Smuggling

নবগ্রামের আইরায় পুলিশি তৎপরতায় তেলের টিন থেকে উদ্ধার গাঁজা, গ্রেফতার এক

ধৃত ব্যক্তিকে রবিবার সকালে লালবাগ মহকুমা আদালতে হাজির করানো হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০২৫ ১৮:২৩
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

মুর্শিদাবাদের নবগ্রাম থেকে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করল পুলিশ। শনিবার দুপুরে ১২ নম্বর জাতীয় সড়কের আইরা মোড় এলাকায় তল্লাশির সময়ে একটি গাড়ি থেকে উদ্ধার হয় সেই গাঁজা। এক অভিযুক্তকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

Advertisement

শনিবার আইরা মোড় এলাকায় তল্লাশি চলছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাঁজার প্যাকেটগুলি গাড়ির ভিতর গুড় এবং তেলের টিনে ভরে পাচার করা হচ্ছিল। সেই পরিকল্পনা ভেস্তে যায় পুলিশের নজরদারিতে। গাড়িটি থামিয়ে সেই টিন খতিয়ে দেখার সময়েই পুলিশ টের পায়। সঙ্গে সঙ্গে গাঁজা উদ্ধার করে এক জনকে গ্রেফতার করে।

ধৃত ব্যক্তিকে রবিবার সকালে লালবাগ মহকুমা আদালতে হাজির করানো হয়। পুলিশ জানিয়েছে, পাচারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছেন কি না, তা জানার চেষ্টা চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement