নিজেই বিয়ে রুখল নাবালিকা

বাড়িতে তার বিয়ের কথা চলছে। বড়দের আলোচনা কানে গিয়েছিল তার। কিন্তু এখনও তো সে পড়াশোনা করতে চায়।

Advertisement

নিজস্ব সংবাদদদাতা

কৃষ্ণনগর শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৬ ০১:২৮
Share:

বাড়িতে তার বিয়ের কথা চলছে। বড়দের আলোচনা কানে গিয়েছিল তার। কিন্তু এখনও তো সে পড়াশোনা করতে চায়।

Advertisement

স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের কাছে জানিয়েছিল কথাগুলো। স্কুলের পক্ষ থেকে বিষয়টি জানতে পেরে ওই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় নাকাশিপাড়ার কাশিয়াডাঙার ঘটনা। এ দিন সন্ধ্যায় পুলিশ বছর তেরোর মেয়েটিকে উদ্ধার করে নাকাশিপাড়া থানায় নিয়ে যায়। রাতেই চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হবে তাঁকে, জানিয়েছে নাকাশিপাড়া থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা নাকাশিপাড়ার সুধাকরপুর হাইস্কুলে অষ্টম শ্রেণিতে পড়াশুনা করে। তাদের বাড়ি নাকাশিপাড়ার চন্দনপুর গ্রামে। বছর চারেক হল তার বাবা-মা দিল্লিতে থাকেন। মেয়েটি থাকত মামাবাড়িতে। এ দিন সকালে তার বিয়ের বিষয়ে মামাবাড়িতে আলোচনা চলছিল। তারই এক নিকট আত্মীয়ের সঙ্গে বিয়ে দেওয়ার কথা চলছিল সেখানে। দেরি না করে এ দিনই স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে গোটা বিষয়টি জানায় সে।

Advertisement

ওই ছাত্রীর মামা অবশ্য পুলিশকে জানিয়েছেন, ভাগ্নির বিয়ে দেওয়া নিয়ে আলোচনা হচ্ছিল। কিন্তু বিয়ের দিন ঠিক হয়নি। কিন্তু যে হেতু ওই ছাত্রীর বাবা-মা দিল্লিতে রয়েছে, তাই পুলিশ তাকে উদ্ধার করে এনেছে। কাউন্সিলিংয়ের জন্য মেয়েটিকে চাইল্ড লাইনে পাঠানো হবে।

নাকাশিপাড়ার বিডিও দিব্যেন্দু মজুমদার বলেন, “ওই নাবালিকা পড়াশোনা করতে চায়। কিন্তু তার মামা তার বিয়ে দিতে চাইছে। সে নিজে থেকেই স্কুলের মাধ্যমে আমাদের খবর দিয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন