—প্রতিনিধিত্বমূলক ছবি।
বাড়িতেই চলত মধুচক্রের কারবার। সেই চক্র প্রকাশ্যে আনল মুর্শিদাবাদ পুলিশ। উদ্ধার আট মহিলা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ছয় জনকে।
সূত্রের খবর, বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ জংশন স্টেশন রোড এলাকায় অভিযান চালায় মুর্শিদাবাদ থানার পুলিশ। সেখানকার তিনটি বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ওই মহিলাদের। বাড়ির মালিকদের সেই বিষয় জানতে চাওয়া হলে তাঁরা কোনও সদুত্তর না দিতে পারায় গ্রেফতার করা হয় তাঁদের। আরও কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করে জি়জ্ঞাবাদ করা হচ্ছে বলে জানায় পুলিশ। কতদিন ধরে এই আসর চলছে তা খতিয়ে দেখছে তারা। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছেন কি না তা সন্ধান করতে তদন্তে নেমেছে পুলিশ।