Mysterious death

বচসার জেরে সংসার ছেড়ে চলে গিয়েছিলেন স্ত্রী! বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামীর রক্তাক্ত দেহ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আশিসের একটি ওষুধের দোকান রয়েছে। তাঁর বাড়ি আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের মাহাদিয়া গ্রামে। স্ত্রী কৃষ্ণা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর নিত্য দিন বিবাদ চলত। বছর কয়েক আগে কৃষ্ণা বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ২১:২০
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

বন্ধ ঘর থেকে উদ্ধার হল এক ব্যক্তির রক্তাক্ত দেহ। ঘটনাস্থল থেকে উদ্ধার হল রক্তমাখা বঁটিও। স্থানীয় সূত্রে খবর, দাম্পত্য কলহের জেরে স্বামী এবং স্ত্রী আলাদা থাকছিলেন। সম্প্রতি স্ত্রী আবার বিয়ে করেছিলেন বলে খবর। পরিবারের দাবি, সেই কথা জানার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন আশিস মুখোপাধ্যায় নামে ওই ব্যক্তি। শুক্রবার তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হল। মুর্শিদাবাদের কান্দির ঘটনা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আশিসের একটি ওষুধের দোকান রয়েছে। তাঁর বাড়ি আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের মাহাদিয়া গ্রামে। স্ত্রী কৃষ্ণা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর নিত্য দিন বিবাদ চলত। বছর কয়েক আগে কৃষ্ণা বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। বৃদ্ধা মা এবং এক মাত্র সন্তানকে নিয়ে বাড়িতে থাকতেন আশিস। পরিবারের দাবি, স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনার জন্য বহু বার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু স্ত্রী রাজি হননি। সম্প্রতি আশিস জানতে পারেন, কৃষ্ণা অন্য এক জনকে বিয়ে করেছেন।

পরিবার সূত্রে খবর, শুক্রবার দুপুরে নিজের ঘরের দরজা বন্ধ করে দেন আশিস। দুপুরে তাঁকে খেতে ডাকতে যায় ছেলে। অনেক ডাকাডাকির পরেও কোনও সাড়া মেলেনি বলে অভিযোগ। এর পরেই ওই কিশোর স্থানীয়দের ডাকে। দরজা ভেঙে ভিতরে ঢুকে স্থানীয়েরা আশিসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় কান্দি থানায়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অকুস্থলে গিয়ে রক্তাক্ত বঁটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement