Mayapur

হোটেলের ঘরের মেঝেয় পড়ে দেহ! মায়াপুরে নিশিযাপন শেষে রহস্যমৃত্যু, পলাতক ‘স্বামী’

বেশ কিছু ক্ষণ ধরে ডাকাডাকি করেও কারও সাড়া পাননি হোটেলের কর্মীরা। সন্দেহ হওয়ায় তাঁরা দরজা খুলে ভিতরে ঢোকেন। ঘর অন্ধকার ছিল। আলো জ্বালানোর সুইচটা টিপে আলো জ্বালতেই চমকে যান তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

মায়াপুর শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩ ১৪:৫৫
Share:

—প্রতীকী চিত্র।

হোটেলের ঘর থেকে এক মহিলার দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা নদিয়ার মায়াপুর ঘাট সংলগ্ন হোটেলে। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম মীনা বিশ্বাস। তাঁর স্বামীর পরিচয় দেওয়া বিদ্যুৎ বিশ্বাস হোটেল থেকে পলাতক।

Advertisement

মায়াপুর ঘাট সংলগ্ন পঞ্চায়েত সমিতি পরিচালিত নীলাচল লজের সামনে হোটেল অন্নপূর্ণা লজ। সেখানে শুক্রবার উঠেছিলেন বিশ্বাস দম্পতি। পরিচয়পত্রও জমা দিয়েছিলেন নিয়ম মেনে। শনিবার হোটেল পরিষ্কারের কাজ চলছিল। যে ঘরে বিশ্বাস দম্পতি উঠেছিলেন, সেই ঘরের দরজায় কড়া নাড়েন সাফাইকর্মীরা। ভিতর থেকে দরজা বন্ধ ছিল। বেশ কিছু ক্ষণ ধরে ডাকাডাকি করেও কারও সাড়া পাননি হোটেলের কর্মীরা। সন্দেহ হওয়ায় তাঁরা দরজা খুলে ভিতরে ঢোকেন। ঘর অন্ধকার ছিল। আলো জ্বালানোর সুইচটা টিপে আলো জ্বালতেই চমকে যান তাঁরা। দেখেন এক মহিলার নিথর দেহ পড়ে রয়েছে ঘরের মেঝেতে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিনিসপত্র। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় থানায়।

বেশ কিছু ক্ষণ পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে। অন্য দিকে, এদিক-ওদিক খোঁজখবর করে মীনার সঙ্গে হোটেলে ওঠা ব্যক্তির কোনও খোঁজ পাওয়া যায়নি। হোটেলের ম্যানেজারের দাবি, শনিবার সকালে নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় বেরিয়ে গিয়ে থাকতে পারেন ওই ব্যক্তি। বিদ্যুৎ বিশ্বাস নামে ওই ব্যক্তি আংশিক দৃষ্টিহীন বলে জানা গিয়েছে। খোঁজখবর করে দেখা গিয়েছে, নদিয়ার ধানতলার বাসিন্দা ছিলেন ওই দম্পতি।

Advertisement

পুলিশ সূত্রে খবর, দেহ উদ্ধারের পর তারা স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছিল মীনাকে। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খুন নাকি অন্য কোনও ঘটনা, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার এস অমরনাথ বলেন, ‘‘দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন