অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ার। তাঁর নাম ইন্দুমতি পাল (৫৫)। বাড়ি রঘুনাথগঞ্জের মির্জাপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে নিজের বাড়ির উঠোনে তাঁকে অগ্নিদগ্ধ অবস্থায় দেখতে পান বাড়ির লোকজন। তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন ওই প্রৌঢ়া।