Nadia

মদ ভেবে ডেটলের শিশি খুলে চুমুক! মুখে ফেনা নিয়ে বমি করতে করতে হাসপাতালে গেলেন নদিয়ার সুরারসিক

হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধের নাম নির্মল সর্দার। গত সোমবার মদের বোতল ভেবে ডেটলের শিশি হাতে তুলে নিয়েছিলেন ষাটোর্ধ্ব ওই ব্যক্তি। মদ ভেবে খানিকটা জীবাণুনাশক পানও করেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ২১:৪৭
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পারিবারিক অনুষ্ঠানে খানিক নেশা করেছিলেন। তার পর আবার নেশা করতে গিয়ে বিপদ ডেকে আনলেন ৬৪ বছরের এক বৃদ্ধ। মদ ভেবে তরল জীবাণুনাশক পান করে হাসপাতালে গেলেন তিনি। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ থানার এনায়েতপুর গ্রামে।

Advertisement

হাসপাতালে চিকিৎসাধীন ওই বৃদ্ধের নাম নির্মল সর্দার। গত সোমবার মদের বোতল ভেবে ডেটলের শিশি হাতে তুলে নিয়েছিলেন ষাটোর্ধ্ব ওই ব্যক্তি। মদ ভেবে খানিকটা জীবাণুনাশক পানও করেন তিনি। কিছু ক্ষণের মধ্যেই শরীরে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। প্রাণে বাঁচতে নিজেই হাসপাতালে যান নির্মল।

পরিবার সূত্রে খবর, সোমবার সকাল থেকেই মদ্যপান করছিলেন। কারও বাধা মানেননি। পরে নেশার ঘোরে ঘরে থাকা একটি ডেটলের শিশি খুলে চুমুক দেন তিনি। জীবাণুনাশক এবং অ্যান্টিসেপটিক পানের কয়েক সেকেন্ডের মধ্যে বমি করতে থাকেন বৃদ্ধ। ফেনা বার হতে থাকে তাঁর মুখ থেকে। ভুল হয়েছে বুঝে নিজেই ছোটেন ডাক্তারের কাছে। পিছু পিছু যান পরিবারের কয়েক জন সদস্য।

Advertisement

এখন ওই চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানান, ডেটলে থাকা ক্লোরোক্সাইলেনল নামক রাসায়নিক শরীরে প্রবেশ করলে পাচনতন্ত্র, কিডনি ও লিভার মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে ওই বৃদ্ধের দ্রুত চিকিৎসা শুরু হওয়ায় জীবনহানির আশঙ্কা নেই। হাসপাতাল সূত্রে খবর, নির্মলের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তাঁকে ২৪ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। নির্মলের এক নাতি বিরক্তির সুরে বলেন, ‘‘দুটোর রঙই এক তো, তাই বোধহয় বুঝতে পারেনি দাদু। কী কাণ্ডটাই করল!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement