মুর্শিদাবাদ জেলাতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১

তার কাছে থেকে একটি ৭.৬৫ এম এম পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদাদাতা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২০ ১৮:২২
Share:

উদ্ধার হওয়া বন্দুক। নিজস্ব চিত্র।

মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে যুবককে। তার কাছে থেকে একটি ৭.৬৫ এম এম পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

Advertisement

জঙ্গিপুর জেলা পুলিশ সুত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা নাগাদ সামসেরগঞ্জ থানার অন্তর্গত ধূলিয়ান জৈন কলোনী মোড় এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ধৃতের নাম বাহাদুর শেখ(২৫)। তার বাড়ি রঘুনাথগঞ্জের নয়া মুকুন্দপুর এলাকায়। ধৃত কে মঙ্গলবার জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ধৃত যুবক পিস্তলটি নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement