Murshidabad Gang Rape

স্কুলছাত্রীকে গণধর্ষণকাণ্ডে ধৃত আরও এক, এখনও অধরা দু’জন

সোমবার সন্ধ্যায় স্কুটারে চেপে দু’জন বেরিয়েছিলেন। স্কুটারটি চালাচ্ছিলেন ১৮ বছরের এক তরুণ। পিছনের আসনে বসেছিল অষ্টম শ্রেণির ছাত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ২২:১২
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

মুর্শিদাবাদের সালারে স্কুলছাত্রীকে ধর্ষণকাণ্ডে গ্রেফতার আরও এক অভিযুক্ত। মোট পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল সালার থানায়। প্রথমে গ্রেফতার করা হয় দু’জনকে। এ বার আরও এক জন গ্রেফতার হলেন। তবে এখনও অধরা দুই অভিযুক্ত। বাকিদের খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement

সোমবার সন্ধ্যায় স্কুটারে চেপে দু’জন বেরিয়েছিলেন। স্কুটারটি চালাচ্ছিলেন ১৮ বছরের এক তরুণ। পিছনের আসনে বসেছিল অষ্টম শ্রেণির ছাত্রী। তাদের পরিবার সূত্রে খবর, ঠাকুর দেখে একটি রেস্তরাঁয় খাওয়াদাওয়া করতে গিয়েছিলেন তাঁরা। রেস্তরাঁ থেকে বেরিয়ে স্কুটার নিয়ে বাড়ি ফেরার সময়ে কুলুরি কালভার্ট এলাকায় তাঁদের আটকান জনা পাঁচেক অজ্ঞাতপরিচয় যুবক। দু’জনের কাছে জানতে চাওয়া হয়, কোথায় গিয়েছিলেন তাঁরা। জবাব পেয়েও ওই পাঁচ জন ‘অপমানজনক কথাবার্তা’ বলতে থাকেন বলে অভিযোগ। প্রতিবাদ করলে বচসা শুরু হয়। তরুণকে বেধড়ক মারধর করেন পাঁচ জন। বচসা চলাকালীন কিশোরীকে টেনেহিঁচড়ে একটি ঝোপের কাছে নিয়ে গিয়ে পাঁচ জন তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল বলেন, ‘‘অভিযুক্তদের মধ্যে আরও এক জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। দ্রুত তদন্ত শেষ করে নির্যাতিতার ন্যায়বিচার পাওয়ার ব্যাপারে তৎপরতার সঙ্গে কাজ করছে পুলিশ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement