Murshidabad Incident

জঙ্গিপুরে খুন পাথর ব্যবসায়ী! পুরনো শত্রুতার জের? খতিয়ে দেখছে পুলিশ, পলাতক অভিযুক্তেরা

ঘটনাটি ঘটেছে বাংলা-ঝাড়খণ্ডের সীমান্তবর্তী পাকুরের লক্ষ্মণপুর এলাকায়। জানা গিয়েছে, শনিবার ওই এলাকার এক চায়ের দোকানে বসেছিলেন পাথর ব্যবসায়ী মকবুল শেখ। সেখানেই তার উপর আক্রমণ করে কয়েক জন দুষ্কৃতী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ২২:৪৭
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

ব্যবসায়ী খুনে উত্তেজনা ছড়াল বাংলা-ঝাড়খণ্ড সীমান্তবর্তী গ্রামে। চায়ের দোকানে আচমকাই ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে পর পর গুলি চালায় আততায়ীরা। কী কারণে এই হামলা, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই ওই ব্যবসায়ীকে খুন করা হয়েছে।

Advertisement

ঘটনাটি ঘটেছে বাংলা-ঝাড়খণ্ডের সীমান্তবর্তী পাকুরের লক্ষ্মণপুর এলাকায়। জানা গিয়েছে, শনিবার ওই এলাকার এক চায়ের দোকানে বসেছিলেন পাথর ব্যবসায়ী মকবুল শেখ। সে সময় তাঁর উপর চড়াও হন লালন শেখ। সঙ্গে ছিলেন তাঁর কয়েক জন বন্ধু। আচমকা মকবুলকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন তাঁরা।

গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে গেলে এলাকায় ছেড়ে পালান লালনেরা। গুরুতর জখম অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় মকবুলকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। পাকুর থানার পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তেরা। তাঁদের খোঁজ শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement