TMC

তৃণমূলের যুবনেতাকে গুলি, অভিযোগ দলেরই কর্মীর বিরুদ্ধে, চাঞ্চল্য চাকদহে

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২৩ ২৩:০৭
Share:

প্রতীকী ছবি।

তৃণমূলের যুব নেতাকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠল দলেরই এক কর্মীর বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় নদিয়ার চাকদহে ঘটনাটি ঘটেছে। সহকর্মীর গুলিতে জখম ওই যুব নেতাকে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে কল্যাণী জহওরলাল নেহরু মেডিক্যাল হাসপাতালে স্থানান্তরিত করা হ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শাসকদলের জখম হওয়া যুব নেতার নাম শুভম দাস। তিনি চাকদহ পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অভিযোগ, তাঁকে কয়েক দিন ধরেই ধরেই খুনের হুমকি দিচ্ছিলেন শাসকদলের এক কর্মী। রবিবার সেই দলীয় কর্মীর বাড়িতে শুভম গেলে তাঁদের মধ্যে বচসা হয়। এর পর ঘর থেকে বেরিয়ে এসে শুভমকে গুলি করার অভিযোগ উঠেছে ওই দলীয় কর্মীর বিরুদ্ধে। শুভমের দাবি, ২ রাউন্ড গুলি চালানো হয়েছে। তাঁর হাতে গুলি লেগেছে। এই ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement