একটু জল পাই কোথায়?

বেলডাঙা শুকোচ্ছে পাইপেই

গরমে জলকষ্টে ভুগছে বেলডাঙা পুর এলাকার কয়েকটি ওয়ার্ডের বাসিন্দারা। শহরবাসীর দাবি, মুখ্যমন্ত্রী জেলা সফরে এলেন। অনেক উন্নয়নের কথা বললেন। সে সব তো দরকার। কিন্তু এই গরমে জলের অভাবে তাঁদের নাভিশ্বাস ওঠার উপক্রম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৭ ০২:৫৭
Share:

গরমে জলকষ্টে ভুগছে বেলডাঙা পুর এলাকার কয়েকটি ওয়ার্ডের বাসিন্দারা। শহরবাসীর দাবি, মুখ্যমন্ত্রী জেলা সফরে এলেন। অনেক উন্নয়নের কথা বললেন। সে সব তো দরকার। কিন্তু এই গরমে জলের অভাবে তাঁদের নাভিশ্বাস ওঠার উপক্রম। বুধবার বেলডাঙার পুরপ্রধান জানান, তিনি বেলডাঙাবাসীর কথা মাথায় রেখে পানীয় জলের সমস্যা মেটাতে উদ্যোগী হবেন। বৈশাখ পড়তে না প়ড়তেই শহরের ৬টি ওয়ের্ডে জল সঙ্কট চরমে উঠেছে। সেই নিয়ে বিরোধী দল বিজেপি সুর চড়াচ্ছে।

Advertisement

১৪, ১২, ৯, ৩, ২, ১ নম্বর ওয়ার্ডে জল সঙ্কট চরমে উঠেছে। পুরনো পাইপ সংকীর্ন হয়ে পড়েছে। কোথাও আবার রেল লাইন ও জাতীয় সড়কের কাজের দরুণ পাইপ লাইনে সমস্যা তৈরি হচ্ছে। বেলডাঙা পুরসভায় গত দু’টো নিবার্চনের মূল ইস্যু ছিল পানীয় জল। ভোটের আগে সব দলই জল সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছিল।

পুরবাসীদের অভিযোগ, ভোট মিটলে সে সব কথা বেমালুম ভুলে যান। মেটে না জল সমস্যা। শহরের ১৪ নম্বর ওয়ার্ড থেকে জিতে পুরপ্রধান হয়েছেন ভরত ঝাওর। পুরপ্রধানের ওয়ার্ডেই পানীয় জলের সমস্যা গভীরে। রাস্তার ধারের ট্যাপ থেকে জল মেলে না। এলাকার বাসিন্দা অর্চনা মণ্ডল বলেন, ‘‘বিকেলে আমাদের এলাকায় জল আসে সাড়ে তিনটে নাগাদ। কিন্তু সেখানে লাইন দিয়ে সব সময় জল মেলে না। সময়ে জল আসে না।’’

Advertisement

বেলডাঙার শহর বিজেপি সভাপতি শঙ্কর মুখোপাধ্যায় বলেন, ‘‘আমরা সম্প্রতি পানীয় জলের সঙ্কট মেটানোর জন্য পুরপ্রধানের কাছে দাবি জানিয়েছি। বুধবার সংবাদপত্রে দেখলাম, শহরে হাইমাস্ট লাইট লাগানো হবে। শহরে লাইটের প্রয়োজন ‌নেই। প্রয়োজন পানীয় জলের। পুরপ্রধান তা করছেন না।’’

রাজ্যের কাছে সমস্যা মেটানোর আবেদন জানানো হয়েছে। পুরপ্রধান ভরত ঝাওর বলেন, ‘‘দ্রুত সমস্যা মিটবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement