নদিয়াতে পা দিল উজ্জ্বলা

মালদা ও বীরভূম জেলায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (পিএমইউওয়াই)। শুরু হয়েছে কলকাতাতেও। এ বার সেই তালিকায় অন্তর্ভূক্ত হল নদিয়ার নাম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৬ ০১:৫২
Share:

মালদা ও বীরভূম জেলায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (পিএমইউওয়াই)। শুরু হয়েছে কলকাতাতেও। এ বার সেই তালিকায় অন্তর্ভূক্ত হল নদিয়ার নাম। শনিবার কল্যানী লেক হলে প্রকল্পের উদ্বোধন করলেন সাংসদ তাপস মণ্ডল।

Advertisement

এ রাজ্যে পিএমইউওয়াই প্রকল্পে ২০১৯-এর মধ্যে ২.৩ কোটি বিপিএল তালিকাভুক্ত প্রায় ১.০৬ কোটি মহিলাকে নতুন রান্নার গ্যাসের সংযোগ দেবে কেন্দ্রীয় সরকার। সংযোগ নেওয়ার জন্য গোড়ায় বিভিন্ন খাতে যে ১৬০০ টাকা দিতে হয়, তা মকুব করে দিচ্ছে কেন্দ্র। কিন্তু তাঁদের গ্যাসের ওভেন ও সিলিন্ডারের জন্য যে প্রায় ১৫০০ টাকা প্রয়োজন, তা সংযোগ নেওয়ার সময় দিতে না হলেও পরে প্রাপ্ত ভর্তুকির টাকা থেকে কিস্তিতে তাঁদের কাছ থেকে কেটে নেবে তেল সংস্থাগুলি। তবে এই সংযোগ পাওয়ার জন্য আধার নম্বর থাকা বাধ্যতামূলক।

সমস্যা এই আধার কার্ডেই। তাপসবাবুর কথায়, ‘‘আমাদের রাজ্যের দশ কোটি মানুষের মধ্যে সাড়ে সাত কোটি মানুষের আধার কার্ড হয়েছে। বাকি আড়াই কোটি মানুষের এখনও আধার কার্ড হয়নি। যার জন্য কেন্দ্রীর সরকারের অনেক প্রকল্পেরই সুযোগ পাওয়া থেকে বঞ্চিত হবেন ওই সব মানুষগুলো।’’ তাই সকলের আধার কার্ড না হওয়া পর্যন্ত কোনও প্রকল্পে আধার কার্ড যাতে বাধ্যতামূলক না হয়, তার দাবি জানাবেন বলে জানিয়েছেন সাংসদ। তিনি বলেন, “দরিদ্র মানুষের জন্য কেন্দ্রীয় সরকারের এটা সত্যি একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

Advertisement

শনিবার উদ্বোধনের দিন ১০০ জন মহিলাকে গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। তাদেরকে সঙ্গে নিয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন হয়। ইন্ডিয়ান ওয়েলের কলকাতার চিফ এরিয়া ম্যানেজার রামশঙ্কর ভট্টাচার্য বক্তব্য রাখেন সেখানে। তিনি বলেন, “এ বার দেশের পাঁচ কোটি বিপিএল পরিবারের মহিলারা বিনামূল্যে গ্যাস সংযোগের সুযোগ পাবেন।”

নদিয়া জেলা এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের সভাপতি বলরাম সাহা বলেন, “সবাই যাতে বিষয়টি জানতে পারেন, সে জন্য ভবিষ্যতে বিভিন্ন জায়গায় শিবির করা হবে। সেই সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে গ্যাসের সংযোগ দেওয়া হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement