সামসেরগঞ্জে ১৬ লক্ষ টাকার নিষিদ্ধ ট্যাবলেট সমেত গ্রেফতার ৩

লক্ষাধিক টাকার নিষিদ্ধ ট্যাবলেট ইয়াবা পাচার করতে গিয়ে সামসেরগঞ্জ থেকে পুলিশের হাত গ্রেফতার হল ৩ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ১৪:৩৫
Share:

গ্রেফতার ৩ অভিযুক্ত। নিজস্ব চিত্র।

মালদহের পর এ বার মুর্শিদাবাদ। লক্ষাধিক টাকার নিষিদ্ধ ট্যাবলেট ইয়াবা পাচার করতে গিয়ে সামসেরগঞ্জ থেকে পুলিশের হাত গ্রেফতার হল ৩ জন।

Advertisement

মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার অন্তর্গত ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ডাকবাংলো মোড়ে চেকিং চালাচ্ছিলেন পুলিশ কর্মীরা। রবিবার সন্ধ্যায় সেখান থেকেই গ্রেফতার করা হয়েছে ওই ৩ ব্যক্তিকে। তাদের থেকে প্রায় ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ১৬ লক্ষ টাকা বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

ধৃতদের সোমবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। কোথায়, কী উদ্দেশ্যে ট্যাবলেটগুলো নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সিঙ্গার শাকির, আলম সেখ এবং মণিপুরের ওনামা ইয়ং কং।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement