জুয়ার আসরে ধৃত পঞ্চায়েতের সদস্য

এক পঞ্চায়েতের সদস্য-সহ ১৩ জনকে জুয়ার আসর থেকে ধরল পুলিশ। শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে নওদার পাটিকাবাড়ি বাজার এলাকায়। এই এলাকার বাসিন্দাদের অভিযোগ, বাজারে নিয়মিত জুয়া খেলার আসর বসে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৫ ০০:৩৪
Share:

এক পঞ্চায়েতের সদস্য-সহ ১৩ জনকে জুয়ার আসর থেকে ধরল পুলিশ। শনিবার রাতে এই ঘটনাটি ঘটেছে নওদার পাটিকাবাড়ি বাজার এলাকায়। এই এলাকার বাসিন্দাদের অভিযোগ, বাজারে নিয়মিত জুয়া খেলার আসর বসে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন রাতে বাজারের একটি কম্পিউটার সামগ্রী বিক্রির দোকানে জুয়ার আসরট বসে। পাটিকাবাড়ি পঞ্চায়েতের আরএসপি সদস্য কেবল শেখ সেখানে ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। নগদ ১২৫২৫ টাকা বাজেয়াপ্ত করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement