করিমপুরে আটক ছয়, ধন্দ

করিমপুরের একটি বাড়ি থেকে ছ’জনকে আটক করল করিমপুর থানার পুলিশ। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নদিয়ার করিমপুর বাসস্ট্যান্ড এলাকায়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) তন্ময় সরকার বলেন, ‘‘ওই ছ’জনের সম্পর্কে আমাদের কাছে কিছু খবর রয়েছে। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই ওদের থানায় নিয়ে আসা হয়েছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০১৫ ০০:৪৩
Share:

করিমপুরের একটি বাড়ি থেকে ছ’জনকে আটক করল করিমপুর থানার পুলিশ। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নদিয়ার করিমপুর বাসস্ট্যান্ড এলাকায়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) তন্ময় সরকার বলেন, ‘‘ওই ছ’জনের সম্পর্কে আমাদের কাছে কিছু খবর রয়েছে। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই ওদের থানায় নিয়ে আসা হয়েছে।’’ তবে কী কারণে তাদের নিয়ে আসা হয়েছে সে বিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছু বলতে চায়নি পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করিমপুর বাসসট্যান্ড এলাকার একটি বাড়ি ভাড়া করে থাকত ওই ছ’জন। তারা ঝাড়খণ্ড, বিহার ও মুর্শিদাবাদের বাসিন্দা। এলাকায় ব্যবসা করার কথা জানিয়েই দিনকয়েক আগে ওই বাড়ি ভাড়া নিয়েছিল তারা। তবে তারা আদৌ কোনও ব্যবসা করত নাকি অন্য কোনও উদ্দেশ্য নিয়ে এই এলাকায় এসেছিল পুলিশ তা খতিয়ে দেখছে।

স্থানীয় বাসিন্দারা অবশ্য জানান, এলাকায় তাদের কেউ কোনওদিন দেখেওনি। সোমবার সন্ধ্যায় আচমকা একটি পুলিশের গাড়ি আসে বাসস্ট্যান্ড এলাকার ওই ভাড়া বাড়িতে। সেখানে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement