TMC

তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ থামাতে গিয়ে হামলার শিকার পুলিশ! উঠেছে বোমাবাজির অভিযোগও

স্থানীয় সূত্রে খবর, রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরীর অনুগামী ও বেলডাঙ্গা ২ ব্লক তৃণমূল সভাপতি আতাউর রহমানের গোষ্ঠীর লোকেদের মধ্যে দিন পনেরো আগে সংঘর্ষ হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৩ ১৮:৪৮
Share:

—প্রতীকী ছবি।

গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের খবর পেয়েই ছুটে এসেছিল পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তাদের উপরেই বোমাবাজি করার অভিযোগ উঠল মুর্শিদাবাদের রেজিনগরে। অভিযোগ, পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। রবিবার রাতে রেজিনগরের নাজিরপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে দাবি, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরীর অনুগামী ও বেলডাঙ্গা ২ ব্লক তৃণমূল সভাপতি আতাউর রহমানের গোষ্ঠীর লোকেদের মধ্যে দিন পনেরো আগে সংঘর্ষ হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার নাজিরপুরে আবার বিবাদে জড়ায় দু’পক্ষ। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে দু’জনকে আটক করে পুলিশ। সেই সময় পুলিশের উপর হামলা হয় বলে অভিযোগ। দাবি, পুলিশের গা়ড়ি লক্ষ্য করে বোমাও ছোড়া হয়েছে। গাড়ির কাচ ভেঙে গিয়েছে বোমার আঘাতে। স্থানীয় বাসিন্দা আজকর আলির দাবি, ‘‘পুলিশ গন্ডগোল থামানোর বদলে কিছু না শুনেই গ্রেফতার করতে চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জনতা পুলিশ সংঘর্ষ শুরু হয়।’’

যদিও পুলিশ তাদের উপর হামলার ঘটনা নিয়ে প্রকাশ্যে কিছু বলেনি। মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সূর্যপ্রতাপ যাদব শুধু বলেন, ‘‘একটা উত্তেজনা তৈরি হয়েছিল। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এলাকায়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement