মগডালে উঠে নাটক যুবকের

“নেমে এলে এক কল্কে গাঁজা দেব।” ভিড়ের ভিড়ের ভিতর থেকে কে যেন চিৎকার করে উঠল। আর তাতেই কেল্লাফতে। দড়ি ধরে নিজেই গাছ থেকে নেমে এল যুবকটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কৃষ্ণনগর শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৬ ০১:৩৫
Share:

“নেমে এলে এক কল্কে গাঁজা দেব।” ভিড়ের ভিড়ের ভিতর থেকে কে যেন চিৎকার করে উঠল। আর তাতেই কেল্লাফতে। দড়ি ধরে নিজেই গাছ থেকে নেমে এল যুবকটি। কিন্তু গাঁজা আর মেলেনি। পুলিশ তাকে থানায় নিয়ে যায়। সেখান থেকে হাসপাতালে। দু’ঘন্টা পর ছাড়া মেলে। তারপর থেকে টানা ঘুম। খাটাখাটনি তো কম হয়নি! মঙ্গলবার সারা সকাল পুলিশ, দমকলকে নাজেহাল করে ছেড়েছে ওই যুবক। শান্তিপুরের দত্তপাড়ার অনন্ত পাল নামে এক যুবক এ দিন সকাল সাড়ে ৭টা নাগাদ আম গাছের মগডালে চ়ড়ে বসেন। নামাতে গেলে তিনি আত্মহত্যার হুমকিও দিচ্ছিলেন। ছুটে আসে পুলিশ ও দমকলের লোকজন। তিন ঘণ্টা ধরে চেষ্টা করেও তাঁকে নামানো যায়নি। এলাকার মানুষ দুটো ত্রিপল জোগাড় করে গাছের নিচে মেলে ধরেন। দমকল বাহিনীর কর্মীরা ছোটেন মই আনতে। এরই মধ্যে গাছের ডাল বেয়ে তরতরিয়ে তাঁর কাছে পৌঁছে যান স্থানীয় দুই যুবক। একজন পিছন থেকে তাকে দড়ি দিয়ে বেঁধেও ফেলেন। কিন্তু তখনও নামতে রাজি নয় সে। ইতিমধ্যে তিনি ক্লান্ত হয়ে বমি করতে শুরু করেন। এরই মধ্যে কে যেন বলে ওঠে নিচে নামলে এক কল্কে গাঁজা দেওয়া হবে। তার তাতেই তিনি নেমে আসে ওই যুবক। আর এ সব কাণ্ড কারখানা দেখে এক পুলিশকর্মীর সরস উক্তি, ‘‘একেই বোধহয় বলে নেশা মাথায় উঠে যাওয়া।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন