Murshidabad

মুর্শিদাবাদের দুই জায়গায় তল্লাশি, উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি! বিহার-যোগ সন্দেহ, খতিয়ে দেখছে পুলিশ

জেলার দুই পৃথক জায়গা— বহরমপুর এবং সাগরপাড়ায় তল্লাশি চালিয়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ১৭:২০
Share:

উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি। —নিজস্ব চিত্র।

আগ্নেয়াস্ত্র, গুলি-সহ ছয় দুষ্কৃতী পাকড়াও মুর্শিদাবাদে। জেলার দুই পৃথক জায়গা— বহরমপুর এবং সাগরপাড়ায় তল্লাশি চালিয়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে বিহার যং কাে। । ারে কা জেতেননি, জিতে-যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ!

Advertisement

পুলিশ জানিয়েছে, শনিবার রাতে মুর্শিদাবাদ পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ এবং সাগরপাড়া থানার পুলিশ যৌথ তল্লাশি অভিযান চালায়। সাগরপাড়া থানার চারা বটতলা এলাকায় অভিযান চালিয়ে দুষ্কৃতীদের গ্রেফতার করে পুলিশ। রবিবার সাংবাদিক বৈঠক করে এই অভিযানের কথা জানান ডোমকলের এসডিপিও শুভম বাজাজ।

ধৃতদের নাম গিয়াসউদ্দিন শেখ, মুকলেসুর মণ্ডল, মারুফ শেখ এবং মিনারুল শেখ। পুলিশ জানিয়েছে, ধৃতদের থেকে তিনটি অত্যাধুনিক ৭ এমএম পিস্তল, একটি পাইপ গান, ছ’টি ম্যাগাজিন, ১৫টি ৭ এমএম কার্তুজ। বাজেয়াপ্ত করা হয়েছে দু’টি বাইকও। গ্রেফতারির পর ধৃতদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এত অস্ত্র কোথা থেকে আনা হয়েছিল, তা জানার চেষ্টা চলছে।

Advertisement

শুধু সাগরপাড়া নয়, শনিবার রাতে বহরমপুর থানা এলাকাতেও অভিযান চালিয়ে দুই আগ্নেয়াস্ত্র এবং গুলি-সহ দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয়েছে পাঁচটি সেভেন এমএম পিস্তল, ১০টি ম্যাগাজিন এবং ২৫ রাউন্ড কার্তুজ। ধৃতদের মধ্যে আবু হেনা নামের বাড়ি মালদহের বৈষ্ণবনগরে। অপর অভিযুক্ত শেখ শারিফুলের বাড়ি মুর্শিদাবাদের রানিনগরে। ওই দুই যুবক অস্ত্র, কার্তুজ নিয়ে বহরমপুরের ফরাসডাঙা এলাকা দিয়ে রানিনগরের দিকে যাচ্ছিলেন। সেই সময় পুলিশ তাঁদের আটক করে তল্লাশি চালায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement