পুকুর বুজিয়ে ফেলার নালিশ, আটক ট্রাক্টর

পুকুর ভরাটের অভিযোগ উঠল বেলডাঙায়। রবিবার সকালে বেলডাঙার নজরুল পল্লিতে পুকুরে মাটি ফেলে ভরাট করছিল কয়েকটি লরি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একটি লরি আটক করে। তবে চালক পালিয়ে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৬ ০০:০১
Share:

মাটি পড়েছে পুকুরে।— নিজস্ব চিত্র

পুকুর ভরাটের অভিযোগ উঠল বেলডাঙায়। রবিবার সকালে বেলডাঙার নজরুল পল্লিতে পুকুরে মাটি ফেলে ভরাট করছিল কয়েকটি লরি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একটি লরি আটক করে। তবে চালক পালিয়ে যায়।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলডাঙা পাঁচরাহা মোড় থেকে নজরুল পল্লি ধরে দেবকুন্ডু যাওয়ার রাস্তার বামদিকে একটি বড় পুকুর রয়েছে। অভিযোগ, শনিবার বিকেলের পর থেকে সেটিকে মাটি দিয়ে বুজিয়ে ফেলার কাজ চলছিল। রবিবার সকালে গোটা পনেরো ট্রাক্টর মাটি ওই পুকুরে ফেলছে।

কার অনুমতি নিয়ে ভরাট করা হচ্ছে তা জিজ্ঞাসা করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু ট্রাক্টারের চালকেরা তাঁদের গালাগালি করে ও কাজ চালিয়ে যায় বলে অভিযোগ। তখন এলাকার বাসিন্দারা পুলিশকে খবর দেন।

Advertisement

বড় বাহিনী নিয়ে এলাকা ঘিরে ফেলার চেষ্টা করে। কিন্তু তার মধ্যেই সকলে পালায়। তবে পুলিশ একটি মাটি ভর্তি ট্রাক্টর ধরে ফেলে।

বেলডাঙা ১ ব্লকের বিডিও শুভ্রাংশু মণ্ডল বলেন, ‘‘রবিবারেই ভূমি ও ভূমি সংস্কার দফতরকে এই বিষয়ে উপযুক্ত তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। তারপর পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’’

পুকুর ভরাটের অভিযোগ বেলডাঙা শহর ও লাগোয়া গ্রামে এটাই প্রথম নয়। গত পাঁচ বছরে শহর ও লাগোয়া এলাকায় প্রায় পাঁচটি পুকুর আংশিক বা সম্পূর্ণ ভরাট করার অভিযোগ উঠেছে। নজরুল পল্লির ওই পুকুর যাঁরা দেখাশোনা করেন তাদের এক জন রফিকুল হাসান বলেন, ‘‘আমরা ওই এলাকা কয়েক জনকে ভাড়া দিয়েছিলাম। তাঁরা কি করেছেন জানি না। তবে প্রশাসন এ বিষয়ে যা ব্যবস্থা নেওয়ার নেবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement