Congress-TMC Chaos

রঘুনাথগঞ্জে কংগ্রেসের ডেপুটেশনে ‘ইটবৃষ্টি’! রণক্ষেত্র ব্লক অফিস, আহত একাধিক কর্মী

ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় এসআইআর হিয়ারিং-এর নামে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগে সোমবার রঘুনাথগঞ্জ-২ ব্লকে বিক্ষোভ ও ডেপুটেশনের ডাক দিয়েছিল কংগ্রেস। মিছিলটি যখন ব্লক অফিসের কাছাকাছি পৌঁছোয়, তখনই উত্তেজনা ছড়ায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ০০:৫০
Share:

ব্লক অফিস চত্বরের সামনে বিক্ষোভ। — নিজস্ব চিত্র।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদ জানাতে গিয়ে রক্ত ঝরল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ-২ নম্বর ব্লকে। সোমবার দুপুরে কংগ্রেসের ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল ব্লক অফিস চত্বর। অভিযোগ, কংগ্রেসের মিছিলে আচমকাই ইট, লাঠি ও রড নিয়ে হামলা চালান তৃণমূল কর্মীরা। অভিযোগ, ঘটনায় একাধিক কংগ্রেস কর্মীর মাথা ফেটেছে। বর্তমানে তাঁরা জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। এলাকা শান্ত রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশ পিকেট।

Advertisement

ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় এসআইআর হিয়ারিং-এর নামে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগে সোমবার রঘুনাথগঞ্জ-২ ব্লকে বিক্ষোভ ও ডেপুটেশনের ডাক দিয়েছিল কংগ্রেস। মিছিলটি যখন ব্লক অফিসের কাছাকাছি পৌঁছোয়, তখনই উত্তেজনা ছড়ায়। কংগ্রেসের দাবি, তৃণমূল কর্মীরা পরিকল্পিত ভাবে তাঁদের উপর ইটবৃষ্টি শুরু করেন। লাঠির ঘায়ে জখম হন বেশ কয়েকজন কংগ্রেস কর্মী। আহতদের মধ্যে ৫৬ বছর বয়সি নিয়াজ উদ্দিন শেখের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে।

ব্লক কংগ্রেস সভাপতি আবুল কাশেম বিশ্বাসের সরাসরি অভিযোগ, “এই হামলার পিছনে তৃণমূল ও বিজেপির গোপন আঁতাত রয়েছে। সাধারণ মানুষের হয়রানি করার প্রতিবাদ করায় আমাদের উপর রড-লাঠি নিয়ে হামলা চালানো হয়েছে। গণতন্ত্রে প্রতিবাদের জায়গা টুকুও কেড়ে নেওয়া হচ্ছে।” তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

Advertisement

এই ঘটনার প্রতিবাদে বিকেলে জঙ্গিপুর কলেজ হোস্টেল সংলগ্ন ভাগীরথী ব্রিজের মোড়ে জঙ্গিপুর-লালগোলা রাজ্য সড়ক অবরোধ করেন কংগ্রেস সমর্থকেরা। দীর্ঘ ক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছোয় রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশি আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ ওঠে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement