India Pakistan Conflict

সেনাবাহিনীর সাফল্য চেয়ে দোয়া ও পুজো

শুক্রবারের জুম্মার নমাজের পরে মুর্শিদাবাদের বিভিন্ন মসজিদে ভারতীয় সেনাবাহিনীর সাফল্য চেয়ে ইমামরা দোয়া প্রার্থনা করেছেন।

সামসুদ্দিন বিশ্বাস

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ০৮:৪৯
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য চেয়ে বিভিন্ন জায়গায় যেমন পুজো হচ্ছে, তেমনই ইমাম-মুয়াজ্জিনেরা দেশের সেনাবাহিনীর সফলতা চেয়ে দোয়া করেছেন। আবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর সাফল্যে উচ্ছ্বসিত বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদের বাসিন্দারা। বৃহস্পতিবারের মতো শুক্রবারও বিজেপির বিভিন্ন মণ্ডল কমিটির উদ্যোগে সেনাবাহিনীর সাফল্য চেয়ে পুজো করেছে।

আর শুক্রবারের জুম্মার নমাজের পরে মুর্শিদাবাদের বিভিন্ন মসজিদে ভারতীয় সেনাবাহিনীর সাফল্য চেয়ে ইমামরা দোয়া প্রার্থনা করেছেন। ইমাম-মুয়াজ্জিন সংগঠনের পক্ষ থেকে আগেই দেশের সেনাবাহিনীর জন্য প্রার্থনা করেছেন। সেই মতো এ দিন বিভিন্ন মসজিদে জুম্মার নমাজের পরে দোয়া করা হয়েছে বলে ইমাম মুয়াজ্জিন সংগঠন সূত্রে জানানো হয়েছে।

অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের রাজ্যের সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, ‘‘ভারত আমাদের জন্মভূমি। এই দেশের অখণ্ডতা রক্ষার জন্য আমাদের বীর সেনারা পরিবার পরিজন ছেড়ে সীমান্তে লড়াই করছেন। আমাদের সেনাবাহিনী যাতে পাকিস্তানের বিরুদ্ধে সফল হতে পারে তার জন্য আমরা দোয়া করছি।’’

আব্দুর রাজ্জাক জানান, তাঁদের সংগঠনে থাকা ইমাম মুয়াজ্জিনদের বলেছেন, ‘শুধু ইমাম মুয়াজ্জিন নয়, এ দেশের সমস্ত মুসলিম ভাই বোনেরা যাতে দেশের সেনাবাহিনীর সাফল্য চেয়ে দোয়া চান।’

অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের রাজ্যের সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস বলেন, ‘‘আমরা আগে ভারতীয়, তার পরে মুসলিম। দেশকে ভালবাসা ইমানের অঙ্গ। আমরা আমাদের দেশের সেনাবাহিনী যাতে জয়ী হয় তার জন্য দোয়া করছি। পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে যাতে ভারতীয় সেনাবাহিনী জয়ী হয় সেটাই আমরা চাই।’’

অন্য দিকে বৃহস্পতিবার রাতে পাকিস্তানকে ভারতের প্রত্যাঘাত নিয়ে আলোচনা অব্যাহত। বৃহস্পতিবার রাতভর অনেকেই জেগে প্রত্যাঘাতের গতিপ্রকৃতির খোঁজ রেখেছেন। সে সব কথা মুর্শিদাবাদের অনেকেই সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। পাকিস্তানের হামলা ভারতীয় সেনাবাহিনী কীভাবে রুখে দিয়েছে, আবার ভারতীয় সেনাবাহিনীর হামলায় কীভাবে পাকিস্তান ঘায়েল হয়েছে সে সব খোঁজ করেছেন। ভারতের প্রত্যাঘাতে পাকিস্তান ঘায়েল হওয়ায় আনন্দিত মুর্শিদাবাদের বাসিন্দারা।

বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি মলয় মহাজন বলেন, ‘‘বৃহস্পতিবার সন্ধ্যায় বহরমপুরের মোহনের মোড়ে সেনাবাহিনীর সাফল্য চেয়ে পুজো করেছি। সেখানে মানুষের হাতে লাড্ডু দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন বিধায়ক সুব্রত মৈত্রও।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন