ঘেরাও অধ্যক্ষ

পরীক্ষার ফল প্রকাশিত করতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে। না হলে সুযোগ পেয়েও আইআইটি’তে ভর্তির হতে পারবে না তারা। অনলাইনে, আইআইটি-র ফর্মে এই মুচলেকাই দিতে হবে ছেলেমেয়েদের। আর, তা লিখে দিতে হবে কলেজের অক্ষ্যক্ষকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০১৬ ০১:৫১
Share:

তখনও চলছে ঘেরাও।—নিজস্ব চিত্র

পরীক্ষার ফল প্রকাশিত করতে হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে। না হলে সুযোগ পেয়েও আইআইটি’তে ভর্তির হতে পারবে না তারা। অনলাইনে, আইআইটি-র ফর্মে এই মুচলেকাই দিতে হবে ছেলেমেয়েদের। আর, তা লিখে দিতে হবে কলেজের অক্ষ্যক্ষকে। শনিবার এই দাবিতেই কৃষ্ণনগর গভর্মেন্ট উইমেন্স কলেজের দুই ছাত্রীর অভিভাবক, অধ্যক্ষ মানবী বন্দ্যোপাধ্যায়কে ঘেরাও করেন। তাদের সঙ্গেই দফায় দফায় ওই ঘেরাওয়ে সামিল হয়ে পড়েন কলেজের শিক্ষক এবং অন্য ছাত্রীদেরও একাংশ বলে অভিযোগ।

Advertisement

এ দিন, সন্ধ্যা পর্যন্ত অধ্যক্ষকে ঘেরাও করে রাখার পরে, শেষ পর্যন্ত বাধ্য হয়েই ওই মুচলেকায় সই করেন অধ্যক্ষ। মানবী জানান, ছাত্রীদের মদত দেওয়ার ব্যাপারে দুই শিক্ষকের বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করেছেন তিনি। পাল্টা অভিযোগ করে শিক্ষকদের একাংশও বলছেন, তাঁরা নিরাপত্তার অভাব বোঝ করছেন। অধ্যক্ষ বলেন, ‘‘পরীক্ষা নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কলেজ নয়। ফল প্রকাশও বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। তাই কবে ফল কবে প্রকাশ হবে আমি বলতে পারিনা। সেটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়মাক বলতে পারেন।” তা সত্ত্বেও এই ঘেরাও কেন? তার কোনও স্পষ্ট উত্তর ওই ছাত্রীর অভিভাবক কিংবা শিক্ষকদের কাছ থেকে মেলেনি। —

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement