আত্মঘাতী প্রোমোটার

নিজের রিভলবার থেকে কপালে গুলি করে আত্মঘাতী হলেন এক প্রোমোটার। মৃতের নাম উত্তমকুমার ঘটক (৪৬)। বাড়ি বহরমপুরের রানিবাগান এলাকায়। রবিবার রাতে নিজের ঘরে তিনি কপালে পিস্তল ঠেকিয়ে গুলি করেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। যদিও পরে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত বলে জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০১৫ ০০:১৯
Share:

নিজের রিভলবার থেকে কপালে গুলি করে আত্মঘাতী হলেন এক প্রোমোটার। মৃতের নাম উত্তমকুমার ঘটক (৪৬)। বাড়ি বহরমপুরের রানিবাগান এলাকায়। রবিবার রাতে নিজের ঘরে তিনি কপালে পিস্তল ঠেকিয়ে গুলি করেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। যদিও পরে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত বলে জানান।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তমবাবু বহরমপুরের নামী কয়েকজন প্রোমোটারদের মধ্যে অন্যতম ছিলেন। কিন্তু বেহিসেবি জীবনাপনের কারণে তিনি বর্তমানে প্রায় দেউলিয়া হয়ে যান। ফ্ল্যাট বানানোর জন্য ব্যাঙ্ক থেকে মোটা অঙ্কের টাকা ঋণ করে তা শোধ করতে পারেননি। সেই সঙ্গে আগাম টাকা নিয়ে সময়মত ফ্ল্যাট দিতে না পারার অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। সব মিলিয়ে তাঁর কয়েক কোটি টাকা দেনা ছিল বলে জানা গিয়েছে। এই অবস্থায় চাপ সহ্য করতে না পেরে ওই প্রোমোটার আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

গ্রেফতার যুবক। গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি-সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার দুপুরে অশোকনগরের বাদামতলা এলাকা থেকে বছর আঠারোর কৌশিক মণ্ডল নামে ওই যুবককে ধরা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement