পুলিশের সঙ্গে ঘটনাস্থলে দুই অভিযুক্ত। —নিজস্ব চিত্র।
অনিমেষ দ্বিবেদী খুনের ঘটনায় ধৃত দুই অভিযুক্তকে দিয়ে ঘটনার পুনর্নির্মাণ করালো জুনপুট কোস্টাল থানার পুলিশ। শনিবার সকালে থানার ওসি ও মামলার তদন্তকারী অফিসার অভিযুক্ত দেবদুলাল মাইতি ও জয়দেব মাইতিকে পূর্ব পুরুষোত্তমপুরে নিয়ে যায়। গত ৫ মার্চ রাতে অনিমেষ নিয়ে তারা ধানখেতের কোথায় মদ খেতে বসেছিল, কী ভাবে অনিমেষের গলা কেটে খুন করা হয়, তার পুনর্নির্মাণ করানো হয়। ঘটনাটি পুলিশের পক্ষ থেকে ভিডিও রেকর্ডিং করা হয়।
এ দিকে শনিবারই ছেলেকে ভাড়াটে খুনি লাগিয়ে খুন করানোর অভিযোগে ধৃত অশোক দ্বিবেদীকে কাঁথি আদালতে হাজির করানো হয়। তবে এ দিন তাঁর জবানবন্দি গ্রহণ করেননি কাঁথি আদালতের বিচারক। অশোকবাবুকে ভাবার জন্য আরও দু’দিন সময় দিলেন বিচারক। আগামী মঙ্গলবার ১৬ অগস্ট অশোকবাবুর গোপন জবানবন্দি নেওয়ার আগে তাকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। আদালতে অশোকবাবুকে সাংবাদিককরা জিজ্ঞাসা করা হয়, ছেলেকে খুনের জন্য অনুতপ্ত কি না। কোনও উত্তর না দিয়ে মাথা নিচু করে পুলিশ কর্মীদের সঙ্গে চলে যান তিনি।