বহরমপুরে রাস্তা অবরোধ, বন্ধ বাসও

বেসরকারি বাসের চালক ও খালাসিদের মারধর করার অভিযোগ উঠেছে শাসক দলের লরি সংগঠনের সদস্যদের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৪০
Share:

বেসরকারি বাসের চালক ও খালাসিদের মারধর করার অভিযোগ উঠেছে শাসক দলের লরি সংগঠনের সদস্যদের বিরুদ্ধে। রবিবার সকালে বহরমপুর পঞ্চাননতলা মোড়ের কাছে বহরমপুর-জলঙ্গি রাজ্য সড়কের উপরে ওই ঘটনার প্রতিবাদে বেসরকারি বাস রাস্তার উপরে রেখে অবরোধ করে বাস শ্রমিক সংগঠনের সদস্যেরা। শাসক দলের লোকজন গিয়ে সেখান থেকে অবরোধ তুলে দিলে পরে বহরমপুর বাসস্ট্যান্ড চত্বরে তাঁরা অবরোধ করেন। ওই এর ফলে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে গোটা বিষয়টি জানিয়ে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট বাস মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে বহরমপুর থানায় চার জনের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়।

Advertisement

ওই শ্রমিক সংগঠনের জেলা সম্পাদক জয়দেব মণ্ডল জানান, পঞ্চাননতলা মোড়ে লরির চালকদের কাছ থেকে জোর করে যারা চাঁদা আদায় করে সেই তোলাবাজদের হাতে প্রহৃত হন তাঁদের চার জন সদস্য। তার মধ্যে দু’জন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। ওই ঘটনায় উত্তেজিত ও ক্ষুব্ধ সংগঠনের সদস্যেরা এ দিন বাস চালাতে অস্বীকার করেন। অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত বাস চালাতে শ্রমিকেরা অস্বীকার করেন বলেও জয়দেববাবু জানান।

তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি অনুমোদিত মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের সম্পাদক তাপস বিশ্বাস বলেন, ‘‘ছোট লরির সঙ্গে বাসের চালক-খালাসিদের মধ্যে একটি গণ্ডগোল বাধে। তার পরেই ব্যস্ততম ওই রাস্তা আটকে অবরোধ শুরু করে বাস শ্রমিক সংগঠনের লোকজন। তুচ্ছ কারণে অবরোধ করা স্বভাব হয়ে গিয়েছে তাঁদের।’’ তাঁর অভিযোগ, সাধারণ মানুষকে ভোগান্তির রেহাই দিতে তাঁদের লোকজন সেখানে গিয়ে জোর করে ওই অবরোধ তুলে দেয়। তাতেই ক্ষুব্ধ হয়ে তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে তারা। বহরমপুর থানার আইসি শৈলেনকুমার বিশ্বাস জানান, বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন