ব্যাঙ্কের ভল্ট ভেঙে চুরি

বেসরকারি ব্যাঙ্কের ভল্ট ভেঙে লক্ষাধিক টাকা চুরি করল দুষ্কৃতীরা। কান্দির পুরন্দরপুর বাজার এলাকার রবিবারের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতের বেলা ব্যাঙ্কের পিছনের জানলা ভেঙে ব্যাঙ্কে ঢুকে ওই টাকা চুরি করে দুষ্কৃতীরা। সোমবার সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে ওই ব্যাঙ্কে চুরি হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০১৫ ০০:৫৮
Share:

বেসরকারি ব্যাঙ্কের ভল্ট ভেঙে লক্ষাধিক টাকা চুরি করল দুষ্কৃতীরা। কান্দির পুরন্দরপুর বাজার এলাকার রবিবারের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতের বেলা ব্যাঙ্কের পিছনের জানলা ভেঙে ব্যাঙ্কে ঢুকে ওই টাকা চুরি করে দুষ্কৃতীরা। সোমবার সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে ওই ব্যাঙ্কে চুরি হয়েছে। তাঁরা পুলিশে খবর দেন। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ব্যাঙ্কের একটি নড়বড়ে জানলার কাছে ভল্টটি ছিল। তা সহজে ভেঙে চুরি সেরে চম্পট দেয় দুষ্কৃতীরা। কান্দির এসডিপিও সন্দীপ সেন জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দ্রুত ঘটনার কিনারা করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement