ব্যাঙ্কে চুরি

মাস খানেক ধরে সালারের বিভিন্ন জায়গায় চুরি হয়েই যাচ্ছে। সেই তালিকায় শেষ সংযোজন, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরি। সোমবার রাতে সালারের সোনারুন্দিতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় ঢুকে দুষ্কৃতীরা টাকা নিতে না পারলেও সিসিটিভি-র যন্ত্রাংশ ও কয়েকটি সিসিটিভি নিয়ে চম্পট দিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০১৫ ০১:২৪
Share:

মাস খানেক ধরে সালারের বিভিন্ন জায়গায় চুরি হয়েই যাচ্ছে। সেই তালিকায় শেষ সংযোজন, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরি। সোমবার রাতে সালারের সোনারুন্দিতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় ঢুকে দুষ্কৃতীরা টাকা নিতে না পারলেও সিসিটিভি-র যন্ত্রাংশ ও কয়েকটি সিসিটিভি নিয়ে চম্পট দিয়েছে। পিছনের জানালা ভে‌ঙে দুষ্কৃতীরা ওই ব্যাঙ্কের ভিতরে ঢোকে বলে জানা গিয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে এ ব্যাপারে পুলিশের কাছে লিখিত অভিযোগও করা হয়েছে। জেলার পুলিশ সুপার সি সুধাকর বলেন, “ব্যাঙ্কে দুষ্কৃতী হানার অভিযোগ মিলেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement