দলবদল আরএসপি কাউন্সিলরের

বেলডাঙায় সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস

বেলডাঙা পুরসভার কাউন্সিলর মধুমিতা বিশ্বাস রবিবার আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দিলেন। গত পুরভোটে বেলডাঙার ২ নম্বর ওয়ার্ড থেকে আরএসপি-র প্রার্থী হয়ে তিনি জয়ী হন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৫ ০০:১১
Share:

বেলডাঙা পুরসভার কাউন্সিলর মধুমিতা বিশ্বাস রবিবার আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দিলেন। গত পুরভোটে বেলডাঙার ২ নম্বর ওয়ার্ড থেকে আরএসপি-র প্রার্থী হয়ে তিনি জয়ী হন। এ দিন বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উপস্থিতিতে দলবদল করেন তিনি। তাঁর হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন অধীরবাবু। দলবদল প্রসঙ্গে মধুমিতাদেবীর দাবি, ‘‘আরএসপি নেতৃত্ব আগেই বেলডাঙার পুরপ্রধান ভরত ঝাওরকে সমর্থনের কথা বলেছিল। তাই কোনও বিশেষ ব্যক্তি নয় দলকে সমর্থন করতেই কংগ্রেসে যোগদান।’’

Advertisement

এর আগে গত শনিবার ভরতপুরের বামফ্রন্টের ও তৃণমূলের কয়েক’শো কর্মী-সমর্থক কংগ্রেস দলে যোগ দেন। ওই যোগদান প্রসঙ্গে এ দিন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘‘বামপন্থী ও শাসক দলের নেতা-কর্মীদের কংগ্রেসে যোগদান ইঙ্গিতবাহী।’’ এ দিন মধুমিতাদেবীর সঙ্গে কয়েকজন অনুগামীও কংগ্রেসে যোগ দেন। গত পুরভোটে কংগ্রেস ৭, বিজেপি ৩, সিপিএম ২, আরএসপি ২টি আসনে জেতে। তবে ১৪ আসনের বেলডাঙা পুরসভার পুরপ্রধান নির্বাচনে কংগ্রেস প্রার্থী গোপন ব্যালটে আটটি ভোট পেয়ে জয়ী হয়। বাম নেতৃত্ব তখনই দাবি করেন, তাঁদের এক কাউন্সিলার কংগ্রেসকে ভোট দিয়েছেন।

দলবদল প্রসঙ্গে বেলডাঙা জোনাল কমিটির সম্পাদক মৃণাল সাহা বলেন, ‘‘আমাদের টিকিটে জেতা ওই কাউন্সিলার আগেই কংগ্রেসকে পুরবোর্ড পাইয়ে দিয়েছেন। তখনই আমরা তাঁকে দল থেকে বহিস্কার করেছি। ফলে নতুন করে বলার কিছু নেই।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন