Safe home

করোনা আবহে বহরমপুর কমার্স কলেজে চালু হল ৪৫ শয্যার সেফ হোম

রুষদের জন্য ৩০টি এবং মহিলাদের জন্য ১৫টি শয্যা রয়েছে এই সেফ হোমে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ০৪ জুন ২০২১ ১৬:২৫
Share:

বহরমপুর কমার্স কলেজে সেফ হোম। নিজস্ব চিত্র।

বহরমপুর কমার্স কলেজে চালু হল সেফ হোম। বৃহস্পতিবার ৪৫ শয্যা বিশিষ্ট এই সেফ হোমটি বৃহস্পতিবার উদ্বোধন করলেন বহরমপুরের এসডিও প্রভাত চট্টোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর পুরসভার পুর প্রশাসক জয়ন্ত প্রামাণিক, পুরসভার বিশেষ উপদেষ্টা নাড়ুগোপাল মুখোপাধ্যায় এবং কমার্স কলেজের অধ্যক্ষ সমরেশ মণ্ডল। বহরমপুর পুরসভা, একটি স্বেচ্ছাসেবী সংস্থা এবং জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে চালু হয়েছে এই সেফ হোম।

Advertisement

এই সেফ হোমে পুরুষ এবং মহিলাদের জন্য রয়েছে ২টি আলাদা কক্ষ। সেখানে পুরুষদের জন্য ৩০টি এবং মহিলাদের জন্য ১৫টি শয্যা রয়েছে। রোগীর সংখ্যা অনুযায়ী সেফ হোমে স্বাস্থ্যকর্মীদের সংখ্যা ঠিক করা হবে জানানো হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে। পুরসভার হেল্পলাইন নম্বরে ফোন করে নাম নথিভুক্তকরণ সংক্রান্ত যাবতীয় তথ্য জানা যাবে।

পুরসভা সূত্রে খবর, বহরমপুরে এই প্রথম সেফ হোম চালু হল। কলেজে বন্ধ রয়েছে পঠন-পাঠন। তাই কমার্স কলেজকেই সেফ হোম হিসেবে বেছে নেওয়া হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন