কঙ্কাল উদ্ধার বেথুয়াডহরিতে

মঙ্গলবার সকালে বেথুয়াডহরির পূর্ব জগদানন্দপুরের ঝোপ থেকে একটি কঙ্কাল উদ্ধার করল পুলিশ। পুলিশ কঙ্কালটিকে জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৬ ০১:৪৯
Share:

মঙ্গলবার সকালে বেথুয়াডহরির পূর্ব জগদানন্দপুরের ঝোপ থেকে একটি কঙ্কাল উদ্ধার করল পুলিশ। পুলিশ কঙ্কালটিকে জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কঙ্কালের পাশ থেকে চপ্পল, জামা, লুঙ্গি উদ্ধার হয়েছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, মাস খানেক আগে বেথুয়াডহরির পূর্ব জগদানন্দপুরের সুমিত মণ্ডল (৩৫) নামে এক যুবক নিখোঁজ হন। জামা, চপ্পল, লুঙ্গি বাড়ির লোকজন কঙ্কালটি সুমিতের বলে চিহ্নিত করেছেন।

পুলিশ জানিয়েছে, পরিচয় নিশ্চিত করতে কঙ্কালের ডিএনএ পরীক্ষা করা হবে। বছর ছয়েক আগে সুমিতের বিয়ে হয়। বছর দুয়েক আগে সেই সম্পর্কে ছেদ প়ড়ে। সেই থেকে তিনি অবসাদে ভুগছিলেন। মাস খানেক আগে তিনি নিখোঁজ হয়ে যান। তারপর থেকে তাঁর আর কোনও হদিশ মেলেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement