নদীতে স্নান করতে গিয়ে মৃত্যু হল দশম শ্রেণির এক ছাত্রের। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে ডোমকল বাজারের ব্রিজমোড় সংলগ্ন শেয়ালমারি নদীতে। মৃতের নাম শাহাদাত হোসেন মোল্লা ওরফে রাজা (১৫)। বাড়ি ডোমকলের শাহাদেয়াড় গ্রামে। পুলিশ জানিয়েছে, এ দিন সকাল ৯টা নাগাদ সেখান থেকে পাশেই নদীতে দল বেঁধে স্নান করতে যায়। অন্যরা স্নান সেরে ফিরলেও রাজা ফেরেনি। পরে নদীতে নেমে তার দেহ মেলে। ওই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ।