শিক্ষককে ঘুষি ছাত্রের

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘুষি মারার অভিযোগ উঠল এক ছাত্রের বিরুদ্ধে। শনিবার শক্তিপুরের দোপুকুরিয়া হাইস্কুলের ঘটনা। অভিযোগ, একাদশ শ্রেণির ওই ছাত্র এ দিন স্কুলের পোশাক পরে আসেনি।

Advertisement

শক্তিপুর

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৬ ০১:১০
Share:

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘুষি মারার অভিযোগ উঠল এক ছাত্রের বিরুদ্ধে। শনিবার শক্তিপুরের দোপুকুরিয়া হাইস্কুলের ঘটনা। অভিযোগ, একাদশ শ্রেণির ওই ছাত্র এ দিন স্কুলের পোশাক পরে আসেনি। স্কুলে মোবাইল নিয়ে আসা বারণ। তা সত্ত্বেও সে স্কুলে মোবাইল নিয়ে আসে। সেই মোবাইল নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘরে ঢোকে। ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার জন্য বলে। প্রধান শিক্ষক তা দিতে অসম্মত হওয়ায় প্রথমে বচসা বাঁধে। তখন ওই শিক্ষক তাকে চড় মারেন। তারপরই ওই ছাত্র পাল্টা হিসেবে শিক্ষককে ঘুষি মারে। ঘটনায় হকচকিয়ে যান সকলে। পরে ওই ছাত্রকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস শেখ বলেন, ‘‘ওই ছাত্রের অভিভাবকেরা ঘটনার জন্য ক্ষমা চান। পরে পুলিশ তাকে ছেড়েও দেয়। তবে ওই ছাত্রকে বহিষ্কারের স্কুল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement