Tabs

ফোনে টাকা ঢোকার মেসেজ, কিন্তু অ্যাকাউন্ট ফাঁকা, ট্যাব কিনতে না পেরে অবরোধ পড়ুয়াদের

টাকা ঢুকে গিয়েছে বলে ফোনে মেসেজ এলেও তা অ্যাকাউন্টে পৌঁছচ্ছে না বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২১ ১৫:৪৯
Share:

পথ অবরোধ পড়ুয়াদের। —নিজস্ব চিত্র।

ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা দিয়েছে রাজ্য সরকার। টাকা ঢুকেছে বলে মেসেজও এসেছে মোবাইলে। কিন্তু তুলতে গিয়ে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট ফাঁকা। তা নিয়ে মুর্শিদাবাদের জলঙ্গিতে পথ অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের।

Advertisement

সোমবার দুপুরে বাড়িয়া কাজি নজরুল ইসলাম হাইস্কুলের পড়ুয়ারা রাস্তায় নেমে আসে। তাদের অভিযোগ, উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের প্রত্যেকের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার। টাকা ঢুকে গিয়েছে বলে মেসেজও এসে গিয়েছে মোবাইলে। কিন্তু অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছচ্ছে না।

অবরোধের খবর পেয়ে এ দিন ছুটে যান জলঙ্গি ব্লকের বিডিও এবং থানার ভারপ্রাপ্ত আধিকারিক। খুব শীঘ্র টাকা পাওয়া যাবে বলে পড়ুয়াদের আশ্বস্ত করেন তাঁরা। তার পরই অবরোধ ওঠে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement