প্রতিষ্ঠাতার মূর্তিতে চড়! ছাত্রদের টিসি দিল স্কুল

স্কুল চত্বরে বসানো দু’টি আবক্ষ মূর্তি। একটি স্কুলের প্রতিষ্ঠাতা সমাজসেবী তারকদাস বন্দ্যোপাধ্যায়ের। অন্যটি স্কুলের প্রাক্তন প্রধানশিক্ষক রসময় রায়ের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কৃষ্ণনগর শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ০১:৪৭
Share:

স্কুল চত্বরে বসানো দু’টি আবক্ষ মূর্তি। একটি স্কুলের প্রতিষ্ঠাতা সমাজসেবী তারকদাস বন্দ্যোপাধ্যায়ের। অন্যটি স্কুলের প্রাক্তন প্রধানশিক্ষক রসময় রায়ের। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়া ভিডিয়োতে দেখা গিয়েছিল, কোতয়ালির চকদিকনগর তারকদাস মেমোরিয়াল হাইস্কুলের ছয় পড়ুয়া মূর্তির গালে চড় মেরে হাসাহাসি করছে। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই এলাকায় ক্ষোভ তৈরি হয়। শেষ পর্যন্ত ওই ছাত্রদের বহিষ্কার করেছেন স্কুল কর্তৃপক্ষ। ছাত্রদের নৈতিক অবক্ষয় ও মানসিকতাও তাঁদের উদ্বিগ্ন করেছে। মূর্তির মুখে চড় মেরে সেটা ভিডিয়ো রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় একাদশ শ্রেণির ছয় পড়ুয়া। তা দেখেই তাদের স্কুল থেকে বহিষ্কার করার দাবি ওঠে। বৈঠকে বসে স্কুল পরিচালন সমিতি। সেখানেই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, এই অপরাধ ক্ষমা করা যাবে না।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন