হাঁসখালি

পুকুরপাড়ে তরুণীর ক্ষতবিক্ষত দেহ

বাপের বাড়ি থেকে সামান্য দূরে পুকুরপাড়ে বধূর ক্ষতবিক্ষত দেহ মিলল হাঁসখালির বেনালি গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম রেবা বৈদ্য (২৪)। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ১০টা নাগাদ মোবাইলে ফোন পেয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। শনিবার সকালে তাঁর দেহ মেলে।

Advertisement

নিজস্ব সংবাদদাত

বগুলা শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৫ ০১:৫০
Share:

বাপের বাড়ি থেকে সামান্য দূরে পুকুরপাড়ে বধূর ক্ষতবিক্ষত দেহ মিলল হাঁসখালির বেনালি গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম রেবা বৈদ্য (২৪)। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ১০টা নাগাদ মোবাইলে ফোন পেয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। শনিবার সকালে তাঁর দেহ মেলে।

Advertisement

প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, রেবাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তাঁর দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। নদিয়ার পুলিশ সুপার অর্ণব ঘোষ বলেন, ‘‘ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’’

পুলিশ জানিয়েছে, গত বছর ভৈরবচন্দ্রপুর হাইস্কুল থেকে রেবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। বছর তিনেক আগে রানাঘাটের পায়রাডাঙার বাসিন্দা নবীন রায় নামে এক যুবকের সঙ্গে রেবার ঘনিষ্ঠতা হয়। মাসখানেক আগে বিয়েও করেন তাঁরা। যদিও বিয়ের পরেও রেবা বাপের বাড়িতেই থাকতেন। মৃতার মা রেণুবালাদেবী বলেন, ‘‘শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ মেয়ের মোবাইলে ফোন আসে। ফোন পেয়ে ও বাড়ি থেকে বেরিয়ে যায়।’’ মৃতার বাবা কৈলাস বৈদ্য জানান, প্রায়শই তাঁর মেয়ে মোবাইলে কারও সঙ্গে কথা বলতে বলতে বাড়ির বাইরে চলে যেতেন। তবে শুক্রবার রাতে মেয়ে বাড়ি না ফিরলেও পরিবারের তরফে কোনও খোঁজ করা হয়নি বলে জানা গিয়েছে। শনিবার সকালে মৃতার কাকা প্রভাত বৈদ্য মাঠ থেকে বাড়ি ফেরার পথে পুকুরপাড়ে দেহটি পড়ে থাকতে দেখেন।

Advertisement

পারিবারিক সূত্রের খবর, রাতে কথা বলা নিয়ে রেবার সঙ্গে তাঁর স্বামীর প্রায়ই বচসা হত। মৃতার স্বামী নবীনবাবু অবশ্য দাবি করেন, ‘‘শুক্রবার বিকেলে ফোন করলেও রাতে আমি ফোন করিনি।’’ ফোনে তাঁদের বেশিক্ষণ কথাও হত না বলে দাবি করেছেন নবীনবাবু।

মৃতার পরিবারের তরফে হাঁসখালি থানায় একটি খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, প্রণয়ঘটিত কোনও কারণে খুন হয়ে থাকতে পারেন রেবা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন