দুই ছেলের নির্যাতন না সইতে পেরে কোর্টে মা

নিজ গৃহেই তিনি এখন পরবাসী। স্বামীর ভিটেয় থাকতে চেয়ে আইনের আশ্রয় নিলেন বৃদ্ধা মা। ছেলে-বউমার অত্যাচারের হাত থেকে রেহাই নবদ্বীপ তেঘড়িপাড়া ঝাঁপানতলার বাসিন্দা পঁচাত্তর বছরের ব্রজবালা দেবনাথ তাঁর দুই ছেলের বিরুদ্ধে উকিলের নোটিশ পাঠালেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নবদ্বীপ শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৭ ০০:১৭
Share:

নিজ গৃহেই তিনি এখন পরবাসী। স্বামীর ভিটেয় থাকতে চেয়ে আইনের আশ্রয় নিলেন বৃদ্ধা মা। ছেলে-বউমার অত্যাচারের হাত থেকে রেহাই নবদ্বীপ তেঘড়িপাড়া ঝাঁপানতলার বাসিন্দা পঁচাত্তর বছরের ব্রজবালা দেবনাথ তাঁর দুই ছেলের বিরুদ্ধে উকিলের নোটিশ পাঠালেন।

Advertisement

যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই বৃদ্ধার দুই ছেলে।

নবদ্বীপ পুরসভার ২০নং ওয়ার্ডের ঝাঁপানতলার বাসিন্দা ব্রজবালা দেবনাথের অভিযোগ তার দুই ছেলে গৌর দেবনাথ ও জয়ন্ত দেবনাথ এবং দুই পুত্রবধূ তাঁকে নিজের বাড়িতে থাকতে দিতে চাইছে না। এজন্য তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করছে। সেই অত্যাচারের হাত থেকে বাঁচতে এবং তাদের উচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ওই বৃদ্ধা।

Advertisement

যদিও ব্রজবালাদেবীর অভিযোগের উত্তরে একছেলে গৌর দেবনাথ অবশ্য বলেন “অভিযোগ মিথ্যা। পৈত্রিক সম্পত্তি থেকে মা বঞ্চিত করে সবটা বিবাহিত দিদিকে দিতে চান। আমরা এর বিরোধিতা করেছি মাত্র।’’

এ প্রসঙ্গে বৃদ্ধার আইনজীবী নারায়ণচন্দ্র সাধু বলেন “আমার মক্কেল একজন অসহায় বৃদ্ধা। তিনি খুব কষ্ট করে তাঁর ছেলেমেয়েদের মানুষ করেছেন। কিন্তু সেই সন্তানরা এখন নিজের মাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছেন।’’ তিনি জানান, চরম অত্যাচার হয়েছে তাঁর মক্কেলের উপর। বাধ্য হয়ে উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি মামলা রুজু করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন