পরপর দুটি মন্দিরে চুরির ঘটনা ঘটল করিমপুরে। বৃহস্পতিবার রাতে করিমপুরের জামতলা ও হাসপাতাল গেটের সামনের মন্দির থেকে খোয়া গিয়েছে রুপোর গয়না ও নগদ টাকা। ওই দু’টি মন্দির থানা থেকে সামান্য দূরে। এমন ঘটনায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। চুরির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।